Navya Naveli Nanda Affair: এই তরুণ অভিনেতাই হতে চলেছেন অমিতাভ বচ্চনের নাত-জামাই

Amitabh Bachchan Grand Daughter: অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা কার সঙ্গে প্রেম করছেন জানেন? তিনি বলিউডের এক তরুণ অভিনেতা। সাম্প্রতিককালে মুক্তি পেয়েছে তাঁর দুটি ছবি 'গেহরাইয়াঁ' এবং 'গাল্লি বয়'। এবং দুটি ছবিতে অভিনয় করেই নজর কেড়েছেন তিনি। দীপিকা পাড়ুকোনের সঙ্গে পর্দায় অন্তরঙ্গ মুহূর্তে অভিনয় করতে দেখা গিয়েছে সিদ্ধান্তকে।

Navya Naveli Nanda Affair: এই তরুণ অভিনেতাই হতে চলেছেন অমিতাভ বচ্চনের নাত-জামাই
অমিতাভে সঙ্গে নব্যা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 5:31 PM

অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা কার সঙ্গে প্রেম করছেন জানেন? তিনি বলিউডের এক তরুণ অভিনেতা। সাম্প্রতিককালে মুক্তি পেয়েছে তাঁর দুটি ছবি ‘গেহরাইয়াঁ’ এবং ‘গাল্লি বয়’। এবং দুটি ছবিতে অভিনয় করেই নজর কেড়েছেন তিনি। দীপিকা পাড়ুকোনের সঙ্গে পর্দায় অন্তরঙ্গ মুহূর্তে অভিনয় করতে দেখা গিয়েছে সিদ্ধান্তকে।

অভিনেতার নাম সিদ্ধান্ত চতুর্বেদী। যিনি এক সময় তারকা সন্তানদের বলিউডে কাজ করা নিয়ে মন্তব্য করার কারণে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের সঙ্গেই প্রেম করছেন অমিতাভের নাতনি নব্যা। তাঁদের সম্পর্কেনাকি সায় আছে বচ্চন পরিবারেরও। সম্প্রতি মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় সিদ্ধান্তের সঙ্গে নব্যা এবং তাঁর মা শ্বেতা লাঞ্চও করতে গিয়েছিলেন। এবং নব্যার সঙ্গে গোয়াতেও ঘুরতে গিয়েছিলেন সিদ্ধান্ত।

সিদ্ধান্ত চতুর্বেদী।

সামনেই মুক্তি পেতে চলেছে সিদ্ধান্তের পরবর্তী ছবি ‘খো গয়ে হাম কাহাঁ’। ছবি পোস্টার নব্যা শেয়ার করেছেন তাঁর সোশ্য়াল মিডিয়ার দেওয়ালে। সেই পোস্টটি পাল্টা শেয়ার করেছেন সিদ্ধান্ত এবং তাতে হার্ট ইমোজিও দিয়েছেন তিনি। অল্পেই বুঝিয়ে দিয়েছেন তাঁদের সম্পর্ক ঠিক কোন দিকে এগিয়েছে। এদিকে নব্যাও ছবির মুক্তির জন্য অপেক্ষারত।

তা হলে বচ্চন পরিবারে আরও এক বহিরাগত অভিনেতার প্রবেশ ঘটতে চলেছে। এর আগে অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্যকে গ্রহণ করে নিয়েছিল বচ্চন পরিবার। তাঁদের বিয়ে হয়েছিল ঘটা করে। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের তিক্ততা নিয়ে নানা কথা রটেছে।