Mira Rajput Kapoor: শাহিদ পত্নীর মিডনাইট ক্রেভিংস! মীরার জন্য খাবার পাঠালেন কে?

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 02, 2021 | 4:53 PM

ইশান খট্টর, শাশুড়ি নীলিমা আজিমের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করা, নিয়মিত আপডেট দিতে থাকেন মীরা।

Mira Rajput Kapoor: শাহিদ পত্নীর মিডনাইট ক্রেভিংস! মীরার জন্য খাবার পাঠালেন কে?
মীরা।

Follow Us

মীরা রাজপুত তার জীবন সম্পর্কিত প্রায় সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পছন্দ করেন। পারিবারিক ছবি পোস্ট করা হোক কিংবা স্বামী শাহিদ কাপুরের সঙ্গে সেলফি। আবার ইশান খট্টর, শাশুড়ি নীলিমা আজিমের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করা, নিয়মিত আপডেট দিতে থাকেন মীরা। সম্প্রতি তাঁর মিডিনাইট ক্রেভিংসের সময় পরিত্রাতা হয়ে আসেন যিনি তাঁকে ধন্যবাদ জানিয়ে ইনস্টা রিলে ছবি পোস্ট করেন মীরা।

গতকাল রাতে তিনি একটি দারচিনি রোলের ছবি শেয়ার করেন। ক্যাপশনে মীরা লেথেন, ‘ধন্যবাদ অনন্যা পান্ডে (হার্ট ইমোজি) মধ্যরাতের দারচিনি রোলের মতো আর কিচ্ছু নয়।’। অনন্যা পান্ডে এবং ইশান খট্টর ঘনিষ্ঠ বন্ধু এবং এখন দেখে এও মনে হচ্ছে অনন্যা ইশানের পরিবারেরও বেশ ঘনিষ্ঠ।

 

 

কিছুদিন আগে মীরা রাজপুত, ইশানকে জড়িয়ে ধরা এক ছবি পোস্ট করেন, ক্যাপশনে লেখেন ‘প্লেগ্রুপ।’ তারপর ইশানও সেই ছবির কমেন্টে লেখেন, ‘ভাবিডল। কিউট!’

ইশান খট্টর এবং অনন্যার ‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন এবং তখন থেকে তাঁরা ‘বেস্ট ফ্রেন্ড’! চলতি বছরের শুরুতে তাঁরা মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটিয়ে ছিলেন।

 

 

 

আরও পড়ুন Shah Rukh Khan: ২ বছর পর আবার স্ক্রিনে ফিরলেন কিং খান! শাহরুখের নয়া অবতার দেখে উচ্ছ্বসিত নেটিজেন

Next Article