নীল সমুদ্রের সৈকতে দৌড়চ্ছেন অনন্যা পান্ডে। আবার পরের ছবিতে মুখ খানিক গোমড়া। আবার কোনওটিতে এক গাল হাসি। ছবি দেখে যা বোঝা যাচ্ছে ক্যামেরার উল্টোদিকে নিশ্চয়ই কেউ রয়েছে। হয়তো সে তাঁর কাছের মানুষ। ছবি দেখে এসবের কথাই মনে এসেছে নেটিজেনের। কিন্তু না ক্যাপশনে উল্টো সুর অনন্যার। ২২ বছর বয়সী অভিনেত্রীর ক্যাপশনে যা লেখা তা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
ছবিতে অনন্যাকে সাদা শর্ট পোশাক এবং সবুজ রঙের জ্যাকেট পরতে দেখা যায়। ক্যাপশনে লিখেছেন, ঋত্বিক রোশন-আমিশা প্যাটেলের সেই জনপ্রিয় ছবির নাম। ‘নিজের সঙ্গে কহো না পেয়ার হ্যায় মুহূর্ত কাটাচ্ছি। কিন্তু স্পষ্টত এটা শেষ হয়নি।’
অনন্যা পান্ডে সম্প্রতি ছোটবেলার থ্রোব্যাক ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘চুলের বিজ্ঞাপন করতেই আমি জন্মেছিলাম’।
কাজের ক্ষেত্রে অনন্যা পান্ডেকে শেষ দেখা গিয়েছিল ‘খালি পিলি’ ছবিতে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। ছবিতে টাইগার শ্রফ এবং তারা সুতারিয়ার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেন। ছবিটি ২০১২ সালের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়েল ছিল। তারপর তাঁকে দেখা গিয়েছিল ‘পতি পত্নি অউর উয়ো’ ছবিতে। কার্তিক আরিয়ান এবং ভূমি পেডনেকরের সঙ্গে অভিনয় করেছিলেন অনন্যা। অনন্যার পাইপলাইনে রয়েছে বিজয় দেভেরাকান্দার বিপরীতে (পুরী জগন্নাধ পরিচালিত) ছবিতে দেখা যাবে। পাশাপাশি দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী-এর সঙ্গে শকুন বতরার রোমান্টিক ড্রামাতেও দেখা যাবে তাঁকে।