Ananya Pandey: ‘লাইগার’ দেখে অনন্যাকে ‘অস্কার’ দিতে বলেছেন কেউ-কেউ!
Trolling: ২৫ অগস্ট মুক্তি পেয়েছে 'লাইগার'। ছবিতে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে অভিনয় করেছেন অনন্যা।

ফের খাড়া ঝোলানো হল অনন্যা পাণ্ডের কাঁধে। ‘স্টার কিড’ বলে আগেই ট্রোলিং হয়েছে তাঁকে নিয়ে। নাকে জিভ ঠেকিয়ে সেটাকে নিজের প্রতিভা বলার জন্য কঙ্গনা রানাওয়াত তাঁকে ‘বলিউড বিম্বো’র আখ্যা দিয়েছিলেন একটা সময়। ‘কফি উইথ করণ’-এ তাঁর বাবা অভিনেতা চাঙ্কি পাণ্ডে আমন্ত্রিত হননি বলে সেটাকে স্ট্রাগেলের নাম দিয়েছিলেন অনন্যা। তা নিয়েও মস্করা হয়েছে নেটমহলে। এখন আরও একটি কারণে ফের চর্চায় অনন্যা। ২৫ অগস্ট মুক্তি পেয়েছে ‘লাইগার’। ছবিতে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে অভিনয় করেছেন অনন্যা। ‘তারকা সন্তান’ অভিনেত্রীর অভিনয় অনেকেরই ভাল লাগেনি। মস্করা করে অনেকে বলেছেন, “ওকে অস্কার দাও কেউ!”
নিজের ‘খারাপ’ অভিনয়ের জন্য ফের ট্রোলড হলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ট্রোলাররা ফের এক হাত নিলেন তাঁর। অনন্যাকে সোজাসুজি আক্রমণ করে ট্রোলের বন্যা বয়েছে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটার ভেসে গিয়েছে। কেউ বলেছেন, “এত খারাপ অভিনয় কেউ কী করে করতে পারে!” কেউ বলেছেন, “ওকে অস্কার দাও কেউ।” অন্য এক ট্রোলার লিখেছেন, “‘লাইগার’ নিঃসন্দেহে খারাপ ছবি। তার চেয়েও খারাপ অনন্যার অভিনয়।” একজন লিখেছেন, “অনন্যা একেবারেই ‘হিরোইন’ পদার্থ নন। তাঁকে কীভাবে কাস্ট করেন পরিচালকরা।”
ট্রোলিং বিষয়টি যেহেতু অনন্যার পিছু ছাড়ার নয়, তাই অনন্যাও একবার মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, ট্রোলিং বিষয়টা তাঁর একেবারেই ভাল লাগে না। মন ভেঙে যায় তাঁর। জানিয়েছিলেন, তিনিও ভাল অভিনেতা হিসেবে পরিচিতি পেতে চান ইন্ডাস্ট্রিতে। যদিও অনন্যার এই মনে হওয়াতেও অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। বলেছেন, অনন্যা ‘স্টার কিড’, সুতরাং, তিনি এরকম কথা বলতেই পারেন।





