Ananya Pandey: ১৪ বছরের বড় অভিনেতার সঙ্গে রোম্যান্স, কী বললেন অনন্যা?
Gossip: ট্রেলারে খুব বেশি সময়ের জন্য পাওয়া গেল না অনন্যাকে। বরং আয়ুষ্মানের পূজা লুকই দর্শক মনে ঝড় তুলল। ছবির কাজ নিয়ে কথা বলতে গিয়ে অনন্যা পাণ্ডে জানান, তিনি ভীষণ উৎসাহী ছিলেন।

বলিউডে ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত করছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। একের পর এক ছবি তাঁর ঝুলিতে। এবার পালা ড্রিম গার্ল ২ ছবির। আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন না নুসরত বারুচা। বরং এবার ছবির প্রস্তাব গেল অনন্যা পান্ডের ঝুলিতে। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ। ট্রেলার মুক্তি পাওয়া মাত্রই তা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আয়ুষ্মান খুরানা এবার আর বাবাকে লুকিয়ে নয়, উল্টের বাবার সঙ্গে চুক্তি করেই টাকা রোজগার করতে মেয়ের রূপ ধারন করেন আয়ুষ্মান খুরানা। পর্দায় তাঁর প্রেমিকার ভূমিকাতে অভিনয় করছেন অনন্যা পান্ডে। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই জুটির লুক।
তবে ট্রেলারে খুব বেশি সময়ের জন্য পাওয়া গেল না অনন্যাকে। বরং আয়ুষ্মানের পূজা লুকই দর্শক মনে ঝড় তুলল। ছবির কাজ নিয়ে কথা বলতে গিয়ে অনন্যা পাণ্ডে জানান, তিনি ভীষণ উৎসাহী ছিলেন। প্রথম পর্ব তাঁর মন কেড়েছিল। তখনও জানতেন না এই ছবির দ্বিতীয় পর্বে তিনি জায়গা করে নেবেন। তবে অভিনেতার সঙ্গে তাঁর বয়সের ফারাক ১৪ বছরের। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে নেটপাড়ায়। তবে বয়সের ব্যবধানে অভিনেতা ভিনেত্রী হওয়াটা মোটেও নতুন বিষয় নয়।
এই প্রসঙ্গে অনন্যা পাণ্ডে জানান, আমার মনে হয় না এটা বর্তমানে তেমন কোনও সমস্যা। বয়সের ব্যবধান সব সময়ই ছিল। দর্শক বয়স নিয়ে ভাবেন না, যখন ছবি দেখতে আসেন। অক্ষয় কুমার, সলমন খানের ছবিতেও এমন অনেক অভিনেত্রীকে দেখা গিয়েছে যাঁদের বয়স নায়কের হাফ। যদিও অনন্যা পাণ্ডেকে মোটেও আয়ুষ্মান খুরানার পাশে বেমানান লাগল না। ট্রেলারে যেটুকু অংশে দেখা গেল দুজনকে তাতে বেশ মানানসই তাঁরা। এখন দেখার বলিউডের এই নতুন সম্পর্কের সমীকরণ দর্শক মহলে কতটা ঝড় তোলে।





