সবাই বলত আমায় ছেলেদের মতো দেখতে: অনন্যা পাণ্ডে

সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিয়েই মুখ খুললেন অনন্যা।

সবাই বলত আমায় ছেলেদের মতো দেখতে: অনন্যা পাণ্ডে
চাঙ্কি জানাচ্ছেন, চার বছর আগে গোটা ব্যাপারটা এমন ছিল না। অভিনেত্রী হওয়ার কথা তখন মাথাতেই আসেনি তাঁর মেয়ের।
Follow Us:
| Updated on: Mar 09, 2021 | 5:35 PM

অনন্যা পান্ডে। পরিচয়ে চাঙ্কি পাণ্ডের মেয়ে। তবে এটিই তাঁর একমাত্র পরিচয় নয়। অভিনেতা হিসেবেও বলিপাড়ায় বেশ পরিচিতি হয়েছে তাঁর দু’বছরে। কিন্তু ট্রোলিং তাঁর পিছু ছাড়েনি। কখনও তাঁর অভিনয় আবার কখনও বা দৈহিক গঠন উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিয়েই মুখ খুললেন অনন্যা।

অনন্যার কথায়, “ছোটবেলায় সবাই বলত আমি নাকি ছেলেদের মতো দেখতে। ‘ফ্ল্যাট স্ক্রিন’। আমার কষ্ট হত খুব। কারণ যে সময় ওই কথাগুলো আমায় বলা হতো ঠিক সে সময়েই নিজের আত্মবিশ্বাস গড়ে তুলছি আমি। নিজেকে ভালবাসতে শিখছি। আর তখনই যদি কেউ এ সব বলে নিচে নামানোর চেষ্টা করে তখন নিজের প্রতি নিজেরই সন্দেহ শুরু হয়।”

আর এখন? ছোটবেলার বডি শেমিংয়ের সেই সব ভয়াবহ স্মৃতি কি কাটিয়ে উঠতে পেরেছেন তিনি? উত্তরে অনন্যা বলেন, “এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে আমি যেমন ঠিক সেভাবেই নিজেকে গ্রহণ করতে শিখেছি। আমি বুঝতে শিখেছি নিজেকে ভালবাসতে হয়। এমন নয় যে এখনও আমাকে এ সব শুনতে হয় না। এটি একটি চলমান প্রক্রিয়া। তবে আমার মনে হয় যে যাই বলুক না কেন, নিজেকে ভালবেসে ভাল থাকাই হল আসল ব্যাপার।”

এখানেই শেষ নয়, গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে নেপোটিজম বিতর্ক যখন মাথা চাড়া দিয়ে ওঠে তখন সমালোচনার মুখে পড়তে হয়েছিল অনন্যা পাণ্ডেকেও। তবে সব বিতর্ককে দূরে সরিয়ে দিয়ে আবারও কাজের জগতে ফিরেছেন অনন্যা। দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ছবিতে দেখা যাবে তাঁকে। দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডার ‘লিগার’ ছবিতেও জায়গা করে নিয়েছেন অনন্যা পাণ্ডে।