দেখতে দেখতে ২৪-এ পা। রবিবার জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন অনন্যা পাণ্ডে। তবে সত্যি কি তিনি গালা সেলিব্রেশনে গা ভাসান! প্রতি বছরই কিছু না কিছু বিশেষ পরিকল্পনা করে থাকেন অনন্যা পাণ্ডে। তবে তা একান্ত বন্ধু-বান্ধবদের সঙ্গে বা পরিবারের সঙ্গেই হয়ে থাকে। কিন্তু চাঙ্কি পাণ্ডের একটি কথা অক্ষরে অক্ষরে পালন করে থাকেন অনন্যা পাণ্ডে। তাঁর বাবার টিক কোন কথা রাখতে গিয়ে জন্মদিনে সেভাবে কোনও পরিকল্পনা করেন না তিনি, তা নিজেই একবার জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় শনিবার রাত থেকেই অনন্যা পাণ্ডের জন্মদিনের শুভেচ্ছাবার্তা ভরে উঠতে দেখা যায়।
সেলেব নিজেও উপহারের সঙ্গে ছবি পোস্ট করেন ভক্তদের জন্য। তবে দিনভর কাজেই ব্যস্ত তিনি। চলতি বছর অনন্যার জন্য বেশ ভালই গিয়েছে। একের পর এক ছবি মুক্তি পেয়েছে। গেহরাইয়া থেকে শুরু করে লাইগার, দুই বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সামনেই আবার একাধিক ছবির কাজ। ফলে আগামীতেও যাতে তিনি ভাল করে কাজ করতে পারেন, সেই আশায় জন্মদিনটি তিনি নষ্ট করতে চান না। নিজেই জানান, তাঁর বাবাই তাঁকে উপদেশ দিয়েছেন, যদি কেউ জন্মদিনের দিন কাজ করে, তবে তাঁর কাছে সারা বছর কিছু না কিছু কাজ আসতেই থাকে।
২০২১ সালের জন্মদিনে অনন্যা পাণ্ডে গেহরাইয়া ছবির ডাবিং-এ ব্যস্ত ছিলেন। এবচরও তিনি তাঁর আগামী ছবির ওয়ার্কশপে ব্যস্ত রয়েছেন। সেই কারণেই অনন্যা পাণ্ডে প্রতিবছর জন্মদিনটি চেষ্টা করেন কিছু না কিছু কাজ রাখতে। অবসর সময় তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাতেই পছন্দ করেন বলে বাবা চাঙ্কি পাণ্ডের মত। ফলে এবারও অনন্যা কাজেি ব্যস্ত। আগামী ছবি ড্রিম গার্ল ২-এর কাজও শুরু হবে শীঘ্রই।