অনিল নিলেন ভ্যাকসিন, ছেলের প্রশ্ন “১লা মে-র আগে প্রথম শটটি কীভাবে পেতে পারেন?”
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নিয়মানুসারে বলা হয়েছিল পঁয়তাল্লিশ বছর বয়স না হওয়া পর্যন্ত টিকা নেওয়া সম্ভব নয়। তবে গতকালই নতুন নিয়মানুসারে জানানো হয় ১লা মে থেকে ১৮ বছরের বেশি বয়সী মানুষ করোনা ভ্যাকসিন নিতে পারেন।
বলিটাউনের চিরসবুজ অভিনেতা তিনি। বয়স যেন আর বাড়েই না তাঁর। ফিটনেস দেখে কে বলবে ৬৪ হয়ে গেল তাঁর। অনিল কাপুর। এবং সেই ‘লখন’ যখন কোভিড ভ্যাকসিনের দ্বিতায় ডোজ নিলেন, তা নিয়ে হৈচৈ পড়বে না তা কি সম্ভব? নিজের ইনস্টা হ্যান্ডেলে ছবি পোস্ট করবার পর থেকে একের পর মজাদার কমেন্ট ধেয়ে আসছে কমেন্ট সেকশনে।
শুধু ফ্যানেরা নন, পরিবারের মানুষজনও তাঁর বয়স নিয়ে মজা করছেন। লিখছেন অনিল এতটা ইয়ং, তিনি কি আদৌ ভ্যাকসিন নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন?
আরও পড়ুন এবারের ‘সিঙ্ঘম’ আরও মারকাটারি! জানালেন স্বয়ং অজয় দেবগণ
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নিয়মানুসারে বলা হয়েছিল পঁয়তাল্লিশ বছর বয়স না হওয়া পর্যন্ত টিকা নেওয়া সম্ভব নয়। তবে গতকালই নতুন নিয়মানুসারে জানানো হয় ১লা মে থেকে ১৮ বছরের বেশি বয়সী মানুষ করোনা ভ্যাকসিন নিতে পারেন।
অনিল কাপুর নিজের ছবি পোস্ট করে লেখেন, ‘সেকেন্ড ডোজ নেওয়া হল’
ইশান খট্টর, নীতু কাপুর এবং রাকেশ রোশন ছবিতে রিঅ্যাক্টও করেন। অনিলের এক ভক্ত রসিকতা করে লেখেন, ‘আপনি কি যোগ্য স্যর? আঠেরো বছরের তো ১লা মে থেকে?’ অনিলের পুত্র হর্ষবর্ধন কাপুর মন্তব্য করেন, ‘কীভাবে? পঁয়তাল্লিশ বছরের কম বয়সীরা ১লা মে-র আগে প্রথম শটটি কীভাবে পেতে পারে? ‘তাল’ খ্যাত অভিনেতা তাঁর অনুরাগী এবং পুত্রের সঙ্গে যোগ দিয়ে লেখেন, ‘যদি তাঁরা আমার আধার কার্ডে আমার জন্ম তারিখটি না দেখতে পেতেন তাহলে তাঁরা সম্ভবত আমাকে মে মাসের পরে ফিরে আসতে বলতেন।’
অনিল যেভাবে নিজের শারীরিকভাবে নিয়মিত চর্চা করছেন তা প্রশংসার যোগ্য। তাঁকে দেখে এও বিশ্বাস করা যায় তিনি এখনও ১৮ বছর বয়সেই রয়েছেন। বয়স বাড়েনি এক বছরও!