Narendra Modi: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অনুপম খেরের, দিলেন ‘অমূল্য’ এক উপহার
Narendra Modi: কী উপহার নিয়ে গিয়েছিলেন অনুপম খের? কী বা পরে গিয়েছিলেন এই সাক্ষাৎ সফরে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা অনুপম খের। তবে খালি হাতে নয়, নিয়ে এলেন অমূল্য এক উপহার। ভরিয়ে দিলেন ভূয়সী প্রশংসায়। কী উপহার নিয়ে গিয়েছিলেন অনুপম খের? কী বা পরে গিয়েছিলেন এই সাক্ষাৎ সফরে? অনুপমের শেয়ার করা ছবি বলছে, সাদা শার্ট, কালো প্যান্ট ও নেহেরু জ্যাকেট পরেই হাজির হয়েছিলেন তিনি। মোদীর জন্য উপহার তিনি কেনেননি। পাঠিয়েছেন তাঁর মা দুলারি। উপহার হিসেবে দিয়েছে রুদ্রাক্ষের মালা। আপাত দৃষ্টিতে সেই উপহার অর্থের দিকে মূল্যবান না হলেও মনের বড় কাছের। হাজার হোক মায়ের দেওয়া উপহার।
সাক্ষাতের দুটি ছবি শেয়ার করে অনুপম লেখেন, “যে ভাবে রুদ্রাক্ষের মালা ভালবাসার সঙ্গে আপনি গ্রহণ করেছেন তা আমি ও দুলারিজি সবসময় মনে রাখব। আমার মা আপনাকে ওই মালা পাঠিয়েছে যাতে করে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। সব সময় যেন ভগবানের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়। এভাবেই আমাদের সবাইকে উৎসাহ দিতে থাকবেন। জয় হিন্দ।” উপহার পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রীও। তিনিও অনুপমের টুইটটিকে রি-টুইট করে তিনি লেখেন, “আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুপম খেরজি। আপনার মা ও দেশবাসীর আশীর্বাদই আমাকে সব সময় দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে।”
মোদী-অনুপম সাক্ষাৎ এর আগেও হয়েছে বহুবার। প্রকাশ্যেই নরেন্দ্র মোদীকে সমর্থনের কথা বারেবারেই জানিয়েছেন অনুপম খের। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। সেই ছবিতে অভিনয় করেছিলেন অনুপম খের। তাঁকে দেখা গিয়েছিল এক কাশ্মিরী পণ্ডিতের ভূমিকায়। ছবি নিয়ে হয়েছিল বিতর্ক। তবে প্রশংসায় হয়েছিল বিস্তর। খোদ প্রধানমন্ত্রী ছবিটির প্রশংসা করে তা সবাইকে দেখার জন্য আহ্বান করেছিলেন। সাফল্যের পর এবার সরাসরি মোদীর বাসভবনেই পৌঁছে গেলেন অনুপম। হল গল্প, সঙ্গে উপহার বিনিময়।
আরও পড়ুন-SRK’S Mannat: বদলে গেল শাহরুখের সাধের বাড়ি ‘মন্নত’! ভক্তরা হয়ে পড়েছেন আবেগঘন
View this post on Instagram
