Shocking News: ‘আমি এখনই মরছি না’, মৃত্যুর ৩ ঘণ্টা আগেও ভরসা জুগিয়েছেন সতীশ
Anupam Kher: কথাটা বলেই চোখ ভিজে আসে অনুপম খেরের। অন্যদিকে ঠিত তেমনই ভেঙে পড়েছেন সতীশের দীর্ঘদিনের বন্ধু পরিচালক রুমি জাফরি।

২০২৩ কয়েকমাসেই হারিয়েছে একাধিক শিল্পীকে। যার মধ্যে অন্যতম নাম হল বলিউড অভিনেতা সতীশ কৌশিক। ৯ মার্চ হঠাৎই মৃত্যু হয় ৬৬ বছরের বলিউড অভিনেতা সতীশ কৌশিকের। রাত ১টায় গুরুগ্রাম থেকে এক পরিচিতের সঙ্গে দেখা করে ফেরার পথে গাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। ভেঙে পড়েছেন অনেকেই। তার মধ্যেই একটি নাম হল অনুপম খের। সম্প্রতি একটি মিউজিক্যাল শো সঞ্চালনা করতে দেখা যায় অভিনেতা অনুপম খেরকে। সেখানেই বন্ধুর স্মরণে তিনি জানান, মৃত্যুর কয়েকঘণ্টা আগেই অনুপম খেরের সঙ্গে কথা বলেন সতীশ। জানিয়েছিলেন তিনি এখনই মারা যাচ্ছেন না।
অনুপম খের বলেছিলেন, ৯ মার্চ আমার জন্মদিনের দিন সতীশ আমায় ফোন করেছিলেন। গলাটা শুনে আমার ভাল লাগেনি। বলেছিলাম, তোমায় বড্ড ক্লান্ত লাগছে। একবার ডাক্তার দেখিয়ে এসো। এভাবে নিজের অবহেলা করো না। উত্তরে সতীশ আমায় জানিয়েছিলেন, ভয় পেয় না। আমি এখনই মারা যাচ্ছি না। ঠিক তার তিন ঘণ্টার মাথায় সকলকে ছেড়ে চলে গেলেন সতীশ।
কথাটা বলেই চোখ ভিজে আসে অনুপম খেরের। অন্যদিকে ঠিত তেমনই ভেঙে পড়েছেন সতীশের দীর্ঘদিনের বন্ধু পরিচালক রুমি জাফরি। বন্ধুর হঠাৎ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না রুমি। জানিয়েছেন, ভবিষ্য়তের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছিলেন সতীশ। রুমি জানিয়েছেন, বৃহস্পতিবার (০৯.০৩.২০২৩) সকালেই তিনি সতীশের মৃত্যু সংবাদ পান। তৎক্ষণাৎ সব কাজ ফেলে রেখে সতীশের বাড়িতে ছুটে যান রুমি। পারিবারিক বন্ধু হিসেবে সতীশের স্ত্রী শশী এবং বনসিকার পাশে থাকাই ছিল তাঁর উদ্দেশ্য। তিনি বলেছেন, “আমার স্ত্রী বনসিকার খুবই আপন। ওকে জড়িয়ে ধরে বসেছিল। আমরা এখনও মানতেই পারছি না যে সতীশ আমাদের মাঝে আর নেই।”





