২৯ বছর বয়সে হয়েছিলেন ৬০ বছরের বয়স্ক! আবার ‘সারাংশ’-এ অনস্ক্রিনে অনুপম?

কিছুদিন আগেই সপরিবার করোনার টিকা নিয়েছেন অনুপম। কিরণও টিকা নিয়েছেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সেদিনই প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছিল তাঁকে।

২৯ বছর বয়সে হয়েছিলেন ৬০ বছরের বয়স্ক! আবার সারাংশ-এ অনস্ক্রিনে অনুপম?
অনুপম।

|

May 25, 2021 | 4:39 PM

অনুপম খের এমন একজন অভিনেতা যিনি বিগত বহু বছর ধরে তাঁর বিস্তৃত কাজের মাধ্যমে দর্শককে মন্ত্রমুগ্ধ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর পদার্পণ এবং কীভাবে তাঁর প্রথম অভিনীত ফিল্ম ‘সারাংশ’-এ, তিনি তাঁর দ্বিগুণ বয়সের এক চরিত্রকে বেছে নিয়েছিলেন, তা নিয়ে কথা বলেন।

 

আরও পড়ুন সেলিম খান এবং বাবা জাভেদ আখতারকে নিয়ে ডকু-ড্রামা বানাবেন জোয়া আখতার?

 

৩৭ বছর হয়ে গিয়েছে কিন্তু তিনি এখনও প্রতিবারের মতো দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আমাদের মন জিতে চলেছেন অনুপম। ‘সারাংশ’-এ তাঁর ভূমিকা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন যে তিনি চ্যালেঞ্জিং ও শক্তিশালী এক চরিত্র নিয়ে শুরু করেছিলেন বলে তিনি ইন্ডাস্ট্রিতে এত বছর টিকে রয়েছেন। তিনি বলেন এটা ভীষণ বোকা প্রশ্ন যে কেন তিনি ৬০ বছরের বয়স্ক ব্যক্তির চরিত্রে অভিনয় করলেন যখন তাঁর নিজের বয়স সে সময় মাত্র ২৯ বছর ছিল? তিনি বলেন তাঁর কাছে ওই চরিত্রটি সর্বকালের সেরা সুযোগ ছিল।

যদি এ সময়ে দাঁড়িয়ে আবার তারি হয় ‘সারাংশ’, তাঁর চরিত্রে কাকে অভিনয় করতে দেখতে চাইবেন? প্রশ্ন করা হয় ৬৬ বছর বয়সী অভিনেতাকে। তাঁর সটান উত্তর, নিজেকে! তিনি আরও বলেন, ছবিটি করার সঠিক সময় এখন এবং তিনি এ সম্পর্কে চিন্তাভাবনাও করছেন। রসিকতা করে বলেন যে এখনও তাঁকে তরুণ দেখায়।

 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম তাঁর স্ত্রী কিরণ যিনি ক্যানসারে আক্রান্ত তাঁর প্রসঙ্গে বলেন, “কিরণের শরীর আগের থেকে ভাল আছে। কিন্তু এটা কঠিন চিকিৎসা। ও মাঝেমধ্যে বলে লকডাউন, করোনা পরিস্থিতি গোটা ব্যাপারটাকে আরও জটিল করে দিল। চিকিৎসার দিক থেকে মন সরিয়ে রাখা দরকার। কিরণ বাইরে যেতে পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। কেমোথেরাপির দিনগুলোতে খুব কষ্ট পায়। আমরা সকলেই চেষ্টা করছি। ও নিজেই ভাল থাকার চেষ্টা করছে। চিকিৎসকরা চেষ্টা করছেন। কিন্তু ভাল হওয়ার জন্য ওর মনের জোরও দরকার। ও চেষ্টা করছে।”

অনুপম আরও জানান, কিরণের অসুস্থতার খবর পাওয়ার পরই রবার্ট তাঁকে মেসেজ করে খবর নেন। তাঁর জন্মদিনে ভিডিয়ো বার্তা পাঠিয়েছিলেন। কয়েকদিন পর পরই রবার্ট মেসেজের মাধ্যমে কিরণের খবর নেন বলে জানিয়েছেন অনুপম।

কিছুদিন আগেই সপরিবার করোনার টিকা নিয়েছেন অনুপম। কিরণও টিকা নিয়েছেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সেদিনই প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছিল তাঁকে। কিছুদিন আগে কিরণের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তা নস্যাৎ করে অনুপম অনুরোধ করেছিলেন, যে কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা হোক।