Viral Video: অনুপম খেরের জন্য পরিচালক হলেন রাঁধুরি, ভাইরাল ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া
Viral Video: চলতি বছরের শেষেই মুক্তি পেতে চলেছে এই ছবি। ইন দিনো মেট্রো ছবিতে অভিনয়ে থাকছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, অনুপম খের, কঙ্গনা সেনশর্মা, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখেরা।

২০২২-এ জীবনের সেরা ছবিটি করেছেন বলেই দাবি করেন অভিনেতা অনুপম খের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন দ্য কাশ্মীর ফাইলস-এর যাবতীয় খবর। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অনুপম খের। যেখানে তাঁর চরিত্রকে কেন্দ্র করেই বোনা সম্পূর্ণ গল্প। ছবির পরতে-পরতে যেভাবে নজর কেড়েছিলেন অভিনেতা, তা বছর ভর চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়। একাধিক পুরস্কারও তিনি পেয়েছেন এই ছবির জন্য। ফলে সিনেপাড়ায় আবারও তাঁর চাহিদা তুঙ্গে ওঠে। একাধিক ছবির প্রস্তাব এখন তাঁর ঝুলিতে। তবে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবির কাজ নিয়ে। মেট্রো ইন দিনো ছবির শুটিং চলছে বর্তমানে। আর সেই ছবির সেটেই পরিচালককে দিয়ে রান্না করালেন অনুপম খের।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেতা। তিনি নিজেই এবার সেই ভিডিয়ো শেয়ার করে নিলেন। ডিম ধোস বানিয়ে দিলেন পরিচালক অনুরাগ বসু অনুপম খেরকে। দাঁড়িয়ে থেকে সমস্তটাই তদারকি করলেন অভিনেতা। কী খাবেন, কতটা খাবেন, কোনটা কোন পরিমাণে তিনি পছন্দ করেন, সবটাই বলে বলে গেলেন পরিচালককে। এরপর অনুপম খেরের পাতে গরম গরম ধোসা তুলে দিলেন পরিচালক। যা রীতিমত পারফেক্ট লুকেই ফ্রেমবন্দি। সকলেই পরিচালকের প্রশংসা করলেন।
View this post on Instagram
চলতি বছরের শেষেই মুক্তি পেতে চলেছে এই ছবি। ইন দিনো মেট্রো ছবিতে অভিনয়ে থাকছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, অনুপম খের, কঙ্গনা সেনশর্মা, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখেরা। লাইফ ইন এ মেট্রো ছবির সুপার হিট গান ইনদিনো থেকেই এই ছবির নামকরণ করা হয়েছে। ছবি প্রসঙ্গে পরিচালক জানিয়েছিলেন, মেট্রো ইন দিনো সাধারণের গল্প। বর্তমানে এই ছবির শুটিং চলছে রমরমিয়ে। চলতি বছর ৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবি।





