Bollywood: এই ভদ্রলোক আপনার পরিচিত, কে বলুন তো?
Anupam Kher: অনুপম খের। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি শুধু আর অভিনেতা নন। একটি প্রতিষ্ঠানের মতো। বহু শিক্ষার্থীকে অভিনয়ের পাঠ দেন তিনি।
চশমা। গোঁফের ফাঁকে হালকা হাসি। ক্যামেরায় লুক দিয়েছেন তিনি। এই ভদ্রলোক আপনার পরিচিত। ইনি একজন অভিনেতা। কে বলুন তো?
ইনি অনুপম খের। হ্যাঁ, মেকআপ নেওয়ার পর চেনা একেবারেই মুশকিল। ৫২০তম ছবির কাজ শুরু করলেন অভিনেতা। সূরজ বরজাতিয়ার পরিচালনায় উনচাই ছবির কাজ শুরু করলেন তিনি। এই ছবিতে অনুপমের সঙ্গে অমিতাভ বচ্চন, পরিণীতি চোপড়ার অভিনয়ও দেখবেন দর্শক। রয়েছেন বোমান ইরানি, নীনা গুপ্তা, ড্যানি ডেনজোঙ্গপা, সারিকার মতো শিল্পীরা। প্রায় ৪০ দিন ধরে চলবে শুটিং। কাজ শুরুর খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই দিয়েছেন অনুপম।
Friends! The journey of my 520th film #Uunchai begins. Working with cinema genius #Soorajbarjatya & @rajshrifilms is a blessing! I really had to coax camera shy #Sooraj for this pic. Please bless us & #Uunchai! ??@SrBachchan @bomanirani @ParineetiChopra @Neenagupta001 #Saarika pic.twitter.com/wXygqTxToM
— Anupam Kher (@AnupamPKher) October 4, 2021
অনুপম খের। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি শুধু আর অভিনেতা নন। একটি প্রতিষ্ঠানের মতো। বহু শিক্ষার্থীকে অভিনয়ের পাঠ দেন তিনি। তারকা সন্তানেরাও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরুর আগে তালিম নিতে আসেন অনুপমের কাছেই। ৫১৯তম ছবির শুটিংয়ের সময়ও সোশ্যাল ওয়ালে ভিডিয়ো শেয়ার করেছিলেন অনুপম। অনুপম ভিডিয়োর ক্যাপশনে লিখেছিলেন, ‘৫১৯তম ছবি শিব শাস্ত্রী বলবোয়ার শুটিং শেষ করলাম। আমার কাছে রোলার কোস্টারে চড়ার মতো জার্নি। আমার প্রযোজক, লাইন প্রোডিউসার, সমস্ত কলাকুশলী, সহ অভিনেতাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। গত ৪০ দিন ধরে আমরা যে কাজটা করলাম আমার দারুণ অনুভূতি হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে।’
গত কয়েক মাস ধরেই ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী তথা রাজনীতিবিদ কিরণ খের। ক্যানসারের চিকিৎসার বেশ কিছু তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অনুপম। যন্ত্রণাদায়ক এই চিকিৎসা পদ্ধতি মনের জোরে কিরণ পেরিয়ে যাচ্ছেন বলে মনে করেন অনুপম। ক্যানসার আক্রান্ত হওয়ার পর খুব কম প্রকাশ্যে দেখা গিয়েছে কিরণকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম বলেন, “কিরণের শরীর আগের থেকে ভাল আছে। কিন্তু এটা কঠিন চিকিৎসা। ও মাঝেমধ্যে বলে, লকডাউন, করোনা পরিস্থিতি গোটা ব্যাপারটাকে আরও জটিল করে দিল। চিকিৎসার দিক থেকে মন সরিয়ে রাখা দরকার। কিরণ বাইরে যেতে পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। কেমোথেরাপির দিনগুলোতে খুব কষ্ট পায়। আমরা সকলেই চেষ্টা করছি। ও নিজেই ভাল থাকার চেষ্টা করছে। চিকিৎসকরা চেষ্টা করছেন। কিন্তু ভাল হওয়ার জন্য ওর মনের জোরও দরকার। ও চেষ্টা করছে।”
এই কঠিন পরিস্থিতি সকলকে একসঙ্গে লড়াই করার আহ্বানও জানিয়েছেন তিনি। কিরণ ব্লাড ক্যানসারে আক্রান্ত। সোশ্যাল ওয়ালেই সে খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন অনুপম। কিরণের চিকিৎসা চলছে। কিন্তু কারও সম্পর্কেই এই ধরনের ভুয়ো খবর ছড়ানো উচিত নয় বলে মনে করেন অনুপম। এতে অসুস্থ ব্যক্তির মনেও চাপ পড়ে। তাই যে কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নিতে অনুরোধ করেছেন অভিনেতা।
আরও পড়ুন, Shehnaaz Gill: সিদ্ধার্থর প্রয়াণের পর অবশেষে শুটিংয়ে ফিরছেন শেহনাজ