Rabindranath Tagore: বলিউডের পর্দায় এবার কবিগুরু, রবীন্দ্রনাথের বেশে ইনি কে বলুন তো?

Viral Post: যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের লুক সামনে আসতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে । কয়েকদিন আগে যখন 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবির সংলাপ আঘাত হেনেছিল ভক্তমনে, সেই বলিউডই এবার ফিরিয় দিল একরাশ প্রশংসা।

Rabindranath Tagore: বলিউডের পর্দায় এবার কবিগুরু, রবীন্দ্রনাথের বেশে ইনি কে বলুন তো?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 1:06 PM

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাঁর সৃষ্টিতে দিনের পর দিন, দশকের পর দশ সমৃদ্ধ হয়েছে সিনেদুনিয়া, এবার সেই সৃষ্টিকর্তাকে পর্দায় তুলে ধরার পালা। সম্প্রতি বলিউডে এমনই এক উদ্যোগ নেওয়া হল। তবে তা প্রকৃত অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োপিক কি না, তা স্পষ্ট নয়। যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের লুক সামনে আসতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে । কয়েকদিন আগে যখন রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবির সংলাপ আঘাত হেনেছিল ভক্তমনে, সেই বলিউডই এবার ফিরিয় দিল একরাশ প্রশংসা। ছবি দেখা মাত্র সকলের মুখে একটাই কথা, এ তো পুরো রবীন্দ্রনাথ ঠাকুর। কোন অভিনেতা এই ভূমিকায় অভিনয় করছেন? একটু সময় নিয়ে দেখতে চিনতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, তিনি হলেন অনুপম খের।

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক চমকপ্রদ কাজ দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি। সে দ্য কাশ্মীর ফাইলস হোক, বা উঁচাই। এবার তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভুমিকায়। ছবি শেয়ার করেই তাক লাগালেন অভিনেতা। যদিও এই ছবি কোন বিষয় ভিত্তিক, সে প্রসঙ্গে এখনও মুখ খোলেননি তিনি। সবটাই এখন গোপনে। তবে লুক শেয়ার করে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে ভুললেন না অভিনেতা।

সাদাকালো ফ্রেমে ছবি শেয়ার করে, ক্যাপশনে লিখলেন, আমার কেরিয়ারের ৫৩৬ তম ছবিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভুমিকায় অভিনয় করতে পেরে আমি বাধিত। কিছুদিনের মধ্যেই তিনি সবিস্তারে জানান হবে। এটা আমার সৌভাগ্য যে আমি পর্দায় তাঁর চরিত্রে অভিনয় করার সুযোগ পেলাম। ছবি প্রসঙ্গে আরও তথ্য শীঘ্রই আপনাদের সামনে আনা হবে।  ছবি দেখা মাত্রই অধিকাংশ নেটিজ়েনরাই অবাক। একাধিকজন একই মন্তব্য করলেন, ‘OMG, এ তো একেবারে রবীন্দ্রনাথ’। অপরজন লিখলেন, ‘আমার বিশ্বাস আপনার থেকে সুন্দরভাবে কেউ এই চরিত্রে অভিনয় করতে পারত না’।

View this post on Instagram

A post shared by Anupam Kher (@anupampkher)