ঝগড়া, বন্ধুত্ব, ভালবাসার ৩৬ বছর, কিরণকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা অনুপমের

Anupam Kher kirron kher: এই বিশেষ দিনে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন পরিবার এবং বৃহত্তর পরিবারের সদস্যরা। অগণিত অনুরাগী ভার্চুয়ালি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

ঝগড়া, বন্ধুত্ব, ভালবাসার ৩৬ বছর, কিরণকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা অনুপমের
দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 26, 2021 | 6:46 AM

৩৬ বছর। দীর্ঘ সময়। দাম্পত্যের এতগুলো বছর কাটিয়ে ফেললেন বলিউডের অভিনেতা জুটি অনুপম খের এবং কিরণ খের। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে কিরণকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুপম।

অনুপম লিখেছেন, ‘৩৬তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা কিরণ। সম্ভাব্য সব আবেগ মিলিত করে এ এক দীর্ঘ যাত্রা। হাসি, কান্না, ঝগড়া, বন্ধুত্ব, ভালবাসা, একসঙ্গে থাকা। এই সাদা-কালো ছবিতে আসলে সব রং রয়েছে। সুস্থ থাকো। ভালবাসা এবং প্রার্থনা সব সময় রয়েছে।’

এই বিশেষ দিনে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন পরিবার এবং বৃহত্তর পরিবারের সদস্যরা। অগণিত অনুরাগী ভার্চুয়ালি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। কিরণের শারীরিক অবস্থা এখনও আগের মতো নয়। পাশাপাশি করোনা সংক্রমণের আশঙ্কারও রয়েছে। সব মিলিয়ে আলাদা কোনও সেলিব্রেশনের ব্যবস্থা তাঁরা করবেন না বলেই খবর। বাড়িতে পরিবার, আত্মীয় পরিবৃত হয়েই বিবাহবার্ষিকী সেলিব্রেট করবেন অনুপম-কিরণ।

গত কয়েক মাস ধরেই ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী তথা রাজনীতিবিদ কিরণ খের। ক্যানসারের চিকিৎসার বেশ কিছু তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অনুপম। যন্ত্রণাদায়ক এই চিকিৎসা পদ্ধতি মনের জোরে কিরণ পেরিয়ে যাচ্ছেন বলে মনে করেন অনুপম। ক্যানসার আক্রান্ত হওয়ার পর খুব কম প্রকাশ্যে দেখা গিয়েছে কিরণকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম বলেন, “কিরণের শরীর আগের থেকে ভাল আছে। কিন্তু এটা কঠিন চিকিৎসা। ও মাঝেমধ্যে বলে, লকডাউন, করোনা পরিস্থিতি গোটা ব্যাপারটাকে আরও জটিল করে দিল। চিকিৎসার দিক থেকে মন সরিয়ে রাখা দরকার। কিরণ বাইরে যেতে পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। কেমোথেরাপির দিনগুলোতে খুব কষ্ট পায়। আমরা সকলেই চেষ্টা করছি। ও নিজেই ভাল থাকার চেষ্টা করছে। চিকিৎসকরা চেষ্টা করছেন। কিন্তু ভাল হওয়ার জন্য ওর মনের জোরও দরকার। ও চেষ্টা করছে।”

এই কঠিন পরিস্থিতি সকলকে একসঙ্গে লড়াই করার আহ্বানও জানিয়েছেন তিনি। কিরণ ব্লাড ক্যানসারে আক্রান্ত। সোশ্যাল ওয়ালেই সে খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন অনুপম। কিরণের চিকিৎসা চলছে। কিন্তু কারও সম্পর্কেই এই ধরনের ভুয়ো খবর ছড়ানো উচিত নয় বলে মনে করেন অনুপম। এতে অসুস্থ ব্যক্তির মনেও চাপ পড়ে। তাই যে কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নিতে অনুরোধ করেছেন অভিনেতা।

কিছুদিন আগেই সপরিবার করোনার টিকা নিয়েছেন অনুপম। কিরণও টিকা নিয়েছেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সেদিনই প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছিল তাঁকে। কিরণ ক্যানসারে আক্রান্ত, সে খবর প্রকাশ্যে আসার পর থেকেই বর্ষীয়ান অভিনেত্রীর খোঁজ নিয়েছেন বলিউডের বহু মানুষ। কিরণের সঙ্গে যোগাযোগ করতে না পারলেও অনুপমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন তাঁরা। শুধু বলিউড নয়, হলিউড থেকেও কিরণের স্বাস্থ্যের খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন, ‘তিন মাসের মধ্যে মারা যাব’ কেন এমন মনে হয়েছিল ‘মানি হাইস্ট’-এর প্রফেসরের?