দু’দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে মাতোয়ারা হয়েছিল গোটা দেশ। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার– বিনোদন জগতের মানুষেরাও শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁকে। এই উপলক্ষে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অনুপম খেরও। তাঁর দাবি, তাঁর মা দুলারি নাকি দুই সন্তানের থেকেও বেশি পছন্দ করেন মোদীজিকে।
যে ভিডিয়োটি অনুপম খের পোস্ট করেছিলেন সেই ভিডিয়োটি তুলেছেন অনুপমের ভাই রাজু। ভিডিয়োতে দেখা গিয়েছে রাজু তাঁর মাকে জিজ্ঞাসা করছেন, কেন তিনি দুই ছেলের থেকেও বেশি ভালবাসেন প্রধানমন্ত্রীকে? উত্তর অনুপম ও রাজুর মা দুলারি বলছেন, “জানি না। আমার মনে হয় উনি তোমাদের থেকে অনেক ভাল। উনি ভাল, খুবই ভাল।” একই সনহগে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমি একদিন না একদিন তাঁর সঙ্গে দেখা করব। শুভ জন্মদিন মোদি সাহেব”। ভাইয়ের তোলা সেই ভিডিয়োই শেয়ার করে অনুপম লেখেন, “আমার মা মোদীজির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন। তাই আমার ভাই রাজু খের সেটির একটি ভিডিয়ো তৈরি করে। আর মা বলেছেন, তিনি নাকি আমাদের থেকেও মোদীজিকে অনেক বেশি পছন্দ করেন।”
অনুপম খেরের এই পোস্টে মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াতও। মা দুলারির উদ্দেশে তিনি লিখেছেন, “সব সময় মুখে হাসি এনে দেন মাতাজি। উনি অনেক বছর বাঁচুন।” বরাবরই মোদী সরকারের তারিফ করতে দেখা গিয়েছে কঙ্গনা ও অনুপমকে। প্রকাশ্যেই তাঁরা জানিয়েছেন তাঁদের রাজনৈতিক মতাদর্শের কথায়। এবারেও অকপট তাঁরা। প্রসঙ্গত, কিছুদিন আগেই বক্স অফিসে একটি ছবি মুক্তি পেয়েছিল। তা হল আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। ওই ছবিকে কেন্দ্র করে উঠেছিল বয়কট ট্রেন্ড। উঠে এসেছিল বেশ কিছু বছর আগে আমিরের ভারতকে নিয়ে করা এক মন্তব্যও। সে সময় মুখ খুলেছিলেন অনুপমও। তিনি বলেন, “যদি কেউ মনে করে বয়কট ট্রেন্ড চালু করবে তা তারা করতেই পারে। প্রতিদিন টুইটারে নতুন নতুন ট্রেন্ড চালু হয়।”
২০১৫ সালের ঘটনা। এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, তৎকালীন স্ত্রী কিরণ তাঁকে বলেন, ‘আমাদের কি দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। আমির জানিয়েছিলেন, আশেপাশের আবহাওয়া দেখে, প্রতিদিন খবরের কাগজ দেখে তাঁর স্ত্রী ভীত। সন্তানকে নিয়ে চিন্তিত। এরপরেই বিতর্কের ঝড় ওঠে। আমিরকে দেওয়া হয় দেশদ্রোহী তকমা। সে সময়ও আমিরের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন অনুপম। তিনি বলেছিলেন, ‘কিরণকে কি তুমি জিজ্ঞাসা করেছ এই দেশ ছেড়ে কোন দেশে যেতে চায় সে? ওকে কি তুমি বলেছ কোন দেশ তোমায় আমির খান বানিয়েছে”? মাঝে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। সাম্প্রতিক সাক্ষাৎকারেও আমিরকে ছেড়ে কথা বলেননি অনুপম।