২২ বছর বয়সেই বাগদান সেরেছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) মেয়ে আলিয়া কাশ্যপ (Aaliyah Kashyap)। প্রেমিক শেন গ্রেগোয়ারের সঙ্গেই আংটি বিনিময় করেছেন আলিয়া। বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই যেমন ভালবাসা পেয়েছেন আলিয়া, তেমনই জুটেছে কটাক্ষও। এবার সেসব কটাক্ষ নিয়ে মুখ খুললেন আলিয়া। শুধু তাই-ই নয় জানালেন বিয়ে নিয়ে কী পরিকল্পনা করছেন, তা-ও।
সোশ্যাল ইনফ্লুয়েন্সর আলিয়া। জীবনের নানা ঝলক ভ্লগের মাধ্য়মে সকলের সঙ্গে শেয়ার করে নেন। গত মে মাসে প্রেমিক শেন গ্রেগোয়ারের সঙ্গে বাগদানের খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার হন তিনি। সম্প্রতি এক ভ্লগে আলিয়া জানান, তিনি এই বিষয়ে সব কমেন্ট পড়েছেন। যদিও এসব তিনি খুব একটা গায়ে মাখছেন না। আলিয়ার কথায়, “এটা আমার জীবন। যদি মনে হয় আমি তৈরি, তাহলে আমি তৈরি। আমরা বিগত ৩ বছর ধরে সম্পর্কে রয়েছি। এবং শেষ ৬ মাস ধরে সহবাস করছি। পরিস্থিতি ঠিক থাকলে সব ঠিক।” এখানেই থেমে থাকেননি কাশ্যপ-কন্যা। আরও যোগ করেছেন তিনি, “আমি সত্যিই পরোয়া করি না কে আমাদের ব্যপারে কী বলল। জানি আমাদের বয়স অল্প, তবে তাতে কিছু যায় আসে না। আমি এই সম্পর্কে ভীষণ ভাল আছি। ও আমার সোলমেট।”
এই বিষয়ে প্রেমিকার পাশে দাঁড়িয়েছেন শেন। তাঁর কথায়, “আমি মনেই করি না এটা কথা বলার মতো বড় কোনও বিষয়। এটা লোকজনের বোকামি যে, এটাকে তারা এত বড় একটা ব্যাপার হিসেবে দেখছে।” আলিয়া-শেন নাকি প্রথম দেখাতেই স্থির করে ফেলেছিলেন, তাঁরা একে-অপরের সঙ্গে বিয়ে করবেন। সেই মতোই এগিয়ে চলছেন। শেষে ইউটিউবার আলিয়া জানান, বয়স কখনও এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে না। এখানে একমাত্র গুরুত্বপূর্ণ হল মানসিকতা। তবে কোনও মেয়েকে ২০ বছরে বিয়ে করার পরামর্শ দেননি তিনি। এটা একেবারেই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, স্পষ্ট করে দেন সেটাও।
সম্পর্ক নিয়ে কোনও দিনই লুকোচুরি পছন্দ নয় আলিয়ার। বরাবর প্রকাশ্যে প্রেমের উদযাপন করতেই দেখা যায় তাঁকে। বলিউডে কোনও না দিলেও নিজের ইউটিউব চ্য়ানেলের মাধ্যমে যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। দেশে নয়, বালিতে গিয়ে ঘটা করে সেরেছেন বাগদান। বাগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আলিয়ে লেখেন, “তুমি আমার জীবনের ভালবাসা। ধন্যবাদ এমন ভালবাসা দিয়ে আমার জীবনটা ভরিয়ে দেওয়ার জন্য। তোমার প্রস্তাবে ‘হ্যাঁ’ বলাটা জীবনের সবচেয়ে ভাল সিদ্ধান্ত ছিল। তোমার সঙ্গে সারাটা জীবন কাটানোর অপেক্ষায় রয়েছি।” আলিয়ার এই ছবিতে বাবা অনুরাগ কমেন্ট করেছেন, “আমার মেয়ে এত বড় হয়ে গেল! সেও এখন কারও বাগদত্তা।” বিয়ের প্রসঙ্গে আলিয়া জানান, ২০২৫-এ সাত পাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁদের এই সিদ্ধান্তে সম্পূর্ণ সমর্থন রয়েছে দু’পক্ষের অভিভাবকের।