কখনও সবুজ মাঠে, কখনও শহরের কোণে বসে রয়েছেন অনুষ্কা! কে তুলে দিচ্ছেন ক্যানডিড সব ছবি?

অনুষ্কা শর্মা বেশ কিছুদিন ধরেই স্বামী-ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন।

কখনও সবুজ মাঠে, কখনও শহরের কোণে বসে রয়েছেন অনুষ্কা! কে তুলে দিচ্ছেন ক্যানডিড সব ছবি?
অনুষ্কা শর্মা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 6:36 PM

রোববার অভিনেত্রী অনুষ্কা শর্মা নিজের একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন। কিছুদিন ধরে ইংল্যান্ডেই রয়েছেন অনুষ্কা।  আর কে তুলেছেন জানেন? তাঁর বন্ধু-অভিনেত্রী আথিয়া শেট্টি। যিনিও কিনা ইংল্যান্ডে তাঁর রিউমার্ড প্রেমিক-ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে সময় কাটাচ্ছেন। ছবিতে অনুষ্কা পরে রয়েছেন ডিস্ট্রেসড জিনস, সাদা জ্যাকেট এবং নিচে একটি ম্যাচিং টি-শার্ট। প্রথম দুটি ছবিতে তাঁকে পার্কে বসে থাকতে দেখা যাচ্ছে। অন্য দুটি ছবিতে তাঁকে এক বাড়ির কোণে পোজ দিতে দেখা যাচ্ছে। শেষ ছবিটিতে অনুষ্কার মুখে এক বড়া স্মাইল, আর ঠিক সে সময়ে তোলা হয় ক্যানডিড ছবিটি। ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করে অনুষ্কা লেখেন—‘দশ হাজার ধাপ এবং পথে কিছু সুন্দর ছবি।’

৩৩ বছর বয়সী অভিনেত্রীর পোস্টটিতে ভক্তদের কাছ থেকে বেশ কিছু মন্তব্য পেয়েছে। অনুষ্কার ভাই কর্ণেশ শর্মাও পোস্টটিতে কমেন্ট করেছেন এবং রেড হার্ট ইমোজি দিয়েছেন।

অনুষ্কা শর্মা বেশ কিছুদিন ধরেই স্বামী-ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ইংল্য়ান্ডে রয়েছেন। গত সপ্তাহে, তিনি ইনস্টাগ্রামে আরও কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি একটি রাস্তায় হেঁটে যাচ্ছেন। তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছিলেন, ‘শহরের চারপাশে হাঁটছিলাম। চুল ঠিক করছিলাম। এক ফ্যান আমাকে দেখে। ছবি তুলতে বলে। আমার ফ্যানদের জন্য সবকিছু।’

আথিয়া শেট্টি তাঁর রিউমার্ড বয়ফ্রেন্ড-ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে ইংল্যান্ডে য়েছেন। আথিয়া চলতি মাসের শুরু থেকে বিদেশের ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করে চলেছেন।

আরও পড়ুন সবুজ ক্ষেতে ‘তুম তো ঠেহের পরদেসি’র গান সোনু! ফারহার কাছে ‘সবই পাঞ্জাবী’