Ranveer-Anushka: ‘একে অপরকে খুন করতে পারি’, রণবীরের সঙ্গে কী এমন হয় অনুষ্কার

Relationship Gossip: এই দুই স্টার যে একসঙ্গে কেন হতে পারলেন না, শত জল্পনা সত্ত্বেও কেন যে তাঁরা একে অন্যকে মন দিতে পারলেন না, তা এক কথায় স্পষ্ট হয়ে গেল। তবে রণবীর সিং এর জীবনে বহু স্টার এসেছিলেন, যাঁদের নিয়ে তাঁর জীবনে চর্চার অন্তনেই। কখনও সামনে আসতে দেখা গিয়েছে পরিণীতি চোপড়ার নাম, কখনও আবার এসেছে সোনাক্ষী সিনহার নাম।

Ranveer-Anushka: 'একে অপরকে খুন করতে পারি', রণবীরের সঙ্গে কী এমন হয় অনুষ্কার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 6:21 PM

অনুষ্কা শর্মা ও রণবীর সিং, একে অন্যের সঙ্গে শুরু করেছিলেন বলিউডের কেরিয়ার। একের পর এক ছবি তারপর থেকে পেতে থাকেন এই জুটি। যদিও একটা সময় বলিউডে কান পাতলে শোনা যেত এই জুটি নাকি একে অন্যের বেশ ঘনিষ্ট হয়ে উঠছেন। একে অন্যের সঙ্গে বেশ সহজও বোধ করেন না। সম্পর্কের জল্পনা যখন তুঙ্গে তখনই একবার এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে বসেন অনুষ্কা শর্মা। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রণবীর আর আমার মধ্যে কোনওদিন সম্পর্ক সম্ভব নয়। কারণ আমরা এক ধরনের মানুষই নই। আমাদের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। আমরা একইভাবে ভাবতেই পারি না। তাই আমাদের মধ্যে সম্পর্ক কখনই সম্ভবপর নয়। আমরা একে অন্যকে খুন করতে পারি। আমি ওর মাথা মুরিয়ে ধরতে পারি, ও তাই করতে পারে। আমাদের সম্পর্কটাই আলাদা।

ফলে এই দুই স্টার যে একসঙ্গে কেন হতে পারলেন না, শত জল্পনা সত্ত্বেও কেন যে তাঁরা একে অন্যকে মন দিতে পারলেন না, তা এক কথায় স্পষ্ট হয়ে গেল। তবে রণবীর সিং এর জীবনে বহু স্টার এসেছিলেন, যাঁদের নিয়ে তাঁর জীবনে চর্চার অন্তনেই। কখনও সামনে আসতে দেখা গিয়েছে পরিণীতি চোপড়ার নাম, কখনও আবার এসেছে সোনাক্ষী সিনহার নাম। প্রথম থেকেই রণবীর সিং-কে নিয়ে নানা সম্পর্কের জল্পনা তুঙ্গে থাকলেও খুব একটা খবরের শিরোনামে জায়গা করে নিতে পারেনি কেউই। কারণ দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা একমাত্র চর্চার কেন্দ্রে রাতারাতি জায়গা করে নিয়েছিল। ২০১৫ সালে এঙ্গেজমেন্ট হয় তাঁদের। ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। এখনও পর্যন্ত সুখী দাম্পত্তি জীবন কাটাচ্ছেন তাঁরা।