বাবা হলেন অপারশক্তি খুরানা, স্ত্রী এবং সন্তান কেমন আছে?
Aparshakti Khurana: গত জুন মাস নাগাদ বাবা হওয়ার খবর সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন অপারশক্তি। স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার করে তিনি লেখেন, “লকডাউনে কাজ তো বাড়ছে না, পরিবারকেই একটু বাড়িয়ে নিই”।
কন্যা সন্তানের বাবা হলেন বলিউড অভিনেতা অপারশক্তি খুরানা। তিনি এবং স্ত্রী আকৃতি আহুজা সোশ্যাল ওয়ালে এই খবর ঘোষণা করে পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন। দম্পতি মেয়ের নাম রেখেছেন আজোই এ খুরানা। সূত্রের খবর, মা এবং সন্তান দুজনেই ভাল আছে। অপারশক্তি ব্যক্তি সম্পর্কে আয়ুষ্মান খুরানার ভাই। অপারশক্তির পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, পরিবারে নতুন সদস্য। অসাধারণ অনুভূতি। এ ছাড়াও সান্যা মালহোত্রা, ভূমি পেডনকরের মতো বলি ইন্ডাস্ট্রির বহু সদস্য অপারশক্তিকে শুভেচ্ছা জানিয়েছেন।
গত জুন মাস নাগাদ বাবা হওয়ার খবর সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন অপারশক্তি। স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার করে তিনি লেখেন, “লকডাউনে কাজ তো বাড়ছে না, পরিবারকেই একটু বাড়িয়ে নিই”।
অপারশক্তি এবং আকৃতি বিয়ে করেন ২০১৪ সালে। এই বছরই প্রথম লিড রোলে বলিডেবিউ হতে চলেছে অপারশক্তির। পার্শ্বচরিত্র নয়, বরং কিংবদন্তী অভিনেতা নুতনের নাতনি প্রনুতনের সঙ্গে জুটি বেঁধেই নায়ক হিসেবে বলি যাত্রা শুরু হতে চলেছে অপারশক্তির। যে ছবি দিয়ে তাঁর লিড রোলে অভিষেক ঘটতে চলেছে সেই ছবির নাম ‘হেলমেট’। ছবিতে দেখা যাবে আশিষ বর্মা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
View this post on Instagram
ইন্ডাস্ট্রিতে পদার্পনের আগে অপারশক্তি দিল্লির এফ এম স্টেশনে রেডিও জকি ছিলেন। ‘দঙ্গল’-এর পরে তিনি ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘স্ত্রী’, ‘লুকা ছুপ্পি’, ‘স্ট্রিট ডান্সার-থ্রি ডি’তে অভিনয় করেন। নিজের কেরিয়ার নিয়ে ভীষণ খুশি অপারশক্তি। তিনি বলেন, “আমার জার্নির দিকে ফিরে তাকালে ভীষণ আনন্দ হয়। আমি জানতান না যে ঈশ্বর আমার জন্যে এত কিছু ভেবেছেন। আমি এখনও লাফালাফি করি, আনন্দ করতে ভালবাসি, খাইদাই, সাহর সঙ্গে নাচগান করি। প্রত্যেক পদক্ষেপ দেখেশুনে ফেলি। এখনও অবধি ঈশ্বর আমায় যা দিয়েছেন তার জন্য আমি অভিভূত।”
দাদা আয়ুষ্মান ফিল্মি দুনিয়ায় অপারশক্তির তুলনায় এখনও পর্যন্ত বেশি জনপ্রিয়। হয়তো সফলও। কিন্তু তা নিয়ে পরিবারে দুই ভাইয়ের নাকি কোনও বিরোধ নেই। তিনি জানান, আয়ুষ্মান তাঁর থেকে বয়সে মাত্র দু’বছরের বড়। কিন্তু সম্মানে অনেকটাই। দাদার পা ছুঁয়ে প্রণাম থেকে তাঁকে ‘ভাইয়া’ বলে ডাকা– বহুদিন থেকে এসব করে আসছেন অপরাশক্তি। দু’জনের মধ্যে শেষ কবে যে ঝগড়া হয়েছে তা নিজেরও মনে নেই তাঁর। দুই ভাইয়ের সম্পর্ক মধুর। আর তুলনা? অপারশক্তির উত্তর, তিনি খুশি ইন্ডাস্ট্রি এখনও পর্যন্ত দাদার সঙ্গে তুলনা করে না তাঁর। তিনি জানান, সবে কেরিয়ার শুরু করেছেন। অন্যদিকে আয়ুষ্মানের বলিযাত্রার পার হয়েছে বেশ অনেক বছর। তিনি প্রতিষ্ঠিত, অপারশক্তি ততটাও নন। তাই সে জন্য তুলনার কোনও মানে নেই বলেই মনে করছেন অপারশক্তি।
আপাতত জীবনের নতুন অধ্যায়। মেয়ে অপারশক্তির কাছে প্রায়োরিটি। কাজের পর বাকি সময়টুকু মেয়ের জন্যই নাকি বরাদ্দ করেছেন তিনি। আকৃতির সঙ্গে মেয়ের সব দায়িত্ব ভাগ করে নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন, ‘ফেক ভিডিয়ো দেখে উত্তেজিত হবেন না’, মধুবনীর জন্মদিনে কী এমন করলেন রাজা?