Salman Khan: দীর্ঘ দিন সিঙ্গল থাকার পর অবশেষে সলমনের পরিবারে বিয়ের সানাই!
Salman Khan: সলমন খানের বাড়িতে বিয়ের সানাই, বলিউড সূত্রে খবর তেমনটাই। শোনা যাচ্ছে, এই বছরের শেষেই নাকি বিয়ে করতে চলেছে সলমনের খানের ভাই আজীবন। মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে বছর কয়েক আগেই।
সলমন খানের বাড়িতে বিয়ের সানাই, বলিউড সূত্রে খবর তেমনটাই। শোনা যাচ্ছে, এই বছরের শেষেই নাকি বিয়ে করতে চলেছে সলমনের খানের ভাই আজীবন। মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে বছর কয়েক আগেই। এর পর জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্কও শেষ হয়েছে বেশ অনেক দিন হল। এর পর থেকেই একাই ছিলেন তিনি। তবে এখন তাঁর মনেও বসন্ত। কে তাঁর প্রেমিকা জানেন? শোনা যাচ্ছে মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন আরবাজ। এও শোনা যাচ্ছে ‘পাটনা শুক্লা’র সেটে একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমে পড়েন তাঁরা। তবে শুধু প্রেমেই প্রেমকে আটকে রাখতে চান না দু’জনেই। সেই কারণে ই বিয়ের সিদ্ধান্ত। যদিও এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই। বিয়ে নিয়ে আপাতত কিছুই বলছেন না তাঁরা।
আরবাজের জীবনের বিভিন্ন সময়ে এসেছে নানা নারী। এই যেমন ১৯ বছরের দাম্পত্য জীবন শেষ হয়েছে মালাইকার সঙ্গে। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদের পর জর্জিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তাঁর থেকে ২২ বছরের ছোট প্রেমিকার সঙ্গে সম্পর্কে বেশিদিন টেকেনি। এবার সুরা, আগামী দিনে এই সম্পর্কের পরিণতি কী হয়, তা জানতেই উদগ্রীব সকলে।