Arjun Kapoor and Janhvi Kapoor: অর্জুন-জাহ্নবী একসঙ্গে! ‘সিক্রেট’ প্রোজেক্টে রয়েছেন ভাই-বোন?

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 02, 2021 | 1:26 PM

অর্জুন কাপুরকে ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার' এবং ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ছবিতে দেখা গিয়েছিল।

Arjun Kapoor and Janhvi Kapoor: অর্জুন-জাহ্নবী একসঙ্গে! সিক্রেট প্রোজেক্টে রয়েছেন ভাই-বোন?
অর্জুন কাপুর এবং জাহ্নবী কাপুর।

Follow Us

গত সন্ধ্যায় মুম্বইতে দু’ই ভাইবোনকে দেখা গিয়েছে একসঙ্গে। অর্জুন কাপুর এবং জাহ্নবী কাপুর। শোনা যাচ্ছে, একে অপরের সঙ্গে ফটো শুটও করেছেন। এই বিশেষ প্রোজেক্টের জন্য ফটোগ্রাফার রোহান শ্রেষ্টও ছিলেন শুটিং সেটে। “কোনও ফিল্মের শুটের জন্য নয়, এটি একটি ‘গোপন প্রোজেক্ট’ যা রিলিজের সঙ্গে সঙ্গে ভাইরাল হবে। অর্জুন এবং জাহ্নবী একসঙ্গে এখনও কোনও ছবিতে কাজ করেননি। এবং এটিও নিশ্চিত খবর যে তাঁরা আপাতত কোনও ছবিতে একসঙ্গে কাজ করছেন না। এটি একটি শুট যা অত্যন্ত স্মরণীয় হবে কারণ প্রথমবার একসঙ্গে অর্জুন এবং জাহ্নবীকে দেখা যাবে। এটি দেখার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে,” সূত্রের খবর।

 

 

কাজের ক্ষেত্রে, অর্জুন কাপুরকে ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ এবং ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ছবিতে দেখা গিয়েছিল।পাইপলাইনে রয়েছে ‘ভুত পুলিশ’ এবং ‘এক ভিলেন-২’ ‘গুড লাকি জেরি’ এবং ‘দোস্তানা ২’-তে দেখা যাবে জাহ্নবী কাপুরকে।

গত মাসে ফাদার্স ডে-তে অর্জুন বেশ কয়েকটি পারিবারিক ছবি শেয়ার করেন। ছবিতে অর্জুনের সঙ্গে ছিলেন জাহ্নবী, খুশি এবং অংশুলা এবং বনি কাপুর। ছবিটি শেয়ার করে অর্জুন লিখেছেন, “বাবা, মেয়েরা ও ছেলে। ফাদার্স ডে ডিনার… হাসি সপ্তাহের যে কোনও দিনে প্রশংসনীয় তবে আজ আরও মধুর অনুভূত হচ্ছে …’

 

Next Article