‘আমরা সুপারহিরো নই, রক্ত মাংসের মানুষ’

May 31, 2021 | 5:46 PM

এক সাক্ষাৎকারে অর্জুনকে এই প্রশ্ন করা হলেন তিনি বলেন, "বর্তমানে সবারই কিছু না কিছু বক্তব্য থাকে। কারণ কম্পিউটারের সামনে বসে কিছু একটা লিখে দেওয়া খুব একটা কঠিন কাজ নয়। "

আমরা সুপারহিরো নই, রক্ত মাংসের মানুষ
অর্জুন কাপুর

Follow Us

ত্রাণ দিয়ে প্রচার করা উচিত নাকি উচিত নয়? বিশেষত সেই মানুষ যদি সেলিব্রটি হন? এ নিয়ে বিতর্ক বহুদিনের। কারও মতে ভাল কাজ চুপিসারে করাই ভাল। আবার কারও বক্তব্য, সেলিব্রিটি কথার অর্থই যাঁদের জীবনকে উদযাপন করা হয়। তাই তাঁরা যদি কিছু ভাল কাজ ক্রএন তবে তাঁর একজন অনুরাগী হলেও ওই একই কাজ করতে উৎসাহিত হবেন। এ বার তা নিয়েই মুখ খুললেন অর্জুন কাপুর।

এক সাক্ষাৎকারে অর্জুনকে এই প্রশ্ন করা হলেন তিনি বলেন, “বর্তমানে সবারই কিছু না কিছু বক্তব্য থাকে। কারণ কম্পিউটারের সামনে বসে কিছু একটা লিখে দেওয়া খুব একটা কঠিন কাজ নয়। ” অর্জুন যোগ করেন, “যদি আমি পর্দার আড়ালে থেকে কিছু করতে চাই, এবং বলতে না চাই আমি কী করছি… অথবা ঠিক উল্টো…যদি আমি বলতে চাই আমি ঠিক কী করছি… এই গোটা বিষয়টাই সম্পূর্ণভাবে আমার ব্যাপার।” অর্জুন মনে করেন, মানুষ মাঝে মাঝে অভিনেতাদের সুপারহিরো মনে করেন। তাঁর কথায়, “আপনার পরিচিত সব মানুষই কি সব সময় চ্যারিটি করছে? কেউ হয়তো সেই অবস্থায় নেই। সেলেবরাও তাই। আমরাও তো মানুষ।”

আরও পড়ুন–হাত বাড়ালেন লোপমুদ্রা-ইমন-অনুপমরা, কোভিড-ইয়াস মোকাবিলায় একজোট শিল্পীমহল


তবে শুধু বলি সেলেব নয়। দিন কয়েক আগে ত্রাণের ছবি পোস্ট করে ট্রোলড হয়েছেন গায়িকা ইমন চক্রবর্তীও। পাল্টা ইমন লিখেছিলেন, ‘আমি একজন সঙ্গীতশিল্পী। গত ১ বছর ধরে হাতে গুনে ১০টা শো করেছি। আমার মতো সব শিল্পীর প্রায় একই অবস্থা। তা ঠিক আছে। চলে যাচ্ছে। তা, এই যো বিভিন্ন জায়াগায় গিয়ে ‘ত্রাণ’ দেওয়ার ছবি ভিডিয়ো দেখে যাদের মনে হচ্ছে যে নিজের প্রচার করছি বা ভোটে দাঁড়ানোর কাজকর্ম শুরু করছি…বা যারা প্রত্যেক মুহূর্তে অশালীন কথা বলে চলেছেন তাদের একটা কথা বলি.. আপনাদের প্রত্যেকটা খারাপ কথা কিন্তু আমাকে এগিয়ে নিয়েই যাচ্ছে। আমি কিন্তু পিছিয়ে যাচ্ছি না। আর যাবও না। ” আবার মাস খানের আগে এই চ্যারিটি নিয়ে ট্রোলের মুখে পড়েছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন।

Next Article