করোনা ভ্যাকসিন নেওয়ার ফলে এত দ্রুত নেগেটিভ হলেন অর্জুন?
গত ১৭ এপ্রিল অর্জুনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। টেস্টের রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই নিজেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেন তিনি। বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন।
অবশেষে এল সুখবর। করোনা (covid 19) পরীক্ষার ফলে নেগেটিভ হলেন বলিউড (bollywood) অভিনেতা (Actor) অর্জুন রামপাল (Arjun Rampal)। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে এই খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
গত ১৭ এপ্রিল অর্জুনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। টেস্টের রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই নিজেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেন তিনি। বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন। সুষম খাবার এবং প্রচুর বিশ্রাম নেওয়ার ফলে এত দ্রুত তিনি সুস্থ হয়ে গিয়েছেন বলে জানিয়েছেন। নিজের ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘কোভিড মুক্ত আমি। দু’টো টেস্ট করিয়েছি। দু’টোই নেগেটিভ। ঈশ্বর দয়ালু। করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলাম আমি। এত দ্রুত সুস্থ হওয়ার অন্যতম কারণ সেটাই বলে জানিয়েছেন চিকিৎসকরা।’
View this post on Instagram
অর্জুন আরও জানিয়েছেন, টিকা নেওয়ার ফলেই তাঁর ভাইরাল লোড কম ছিল। কোনও রকম উপসর্গও দেখা দেয়নি। যাঁরা করোনার ভ্যাকসিন নিতে সক্ষম, তাঁরা যেন দ্রুত ভ্যাকসিন নিয়ে নেন, সে বিষয়ে অনুরোধ করেছেন অর্জুন। করোনা সংক্রান্ত সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তাঁর কথায়, ‘এই কঠিন সময়ে আপনারা ভালবাসা, প্রার্থনা, শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। পজিটিভ থাকুন। কিন্তু পজিটিভ হয়ে যাবেন না। এই কঠিন সময়ও পেরিয়ে যাব আমরা।’
আরও পড়ুন, নতুন বাড়িতে করিনার সবথেকে পছন্দের জায়গা কোনটা?
প্রতিদিন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব, এ সম্পর্কে একপ্রকার নিশ্চিত চিকিৎসমহল। মহারাষ্ট্রের অবস্থা খুবই খারাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১মে পর্যন্ত জনতা কার্ফু ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। মাস্ক পরা, স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।