আবারও বাবা হতে চলেছেন অভিনেতা অর্জুন রামপাল। বলিউডে একটা সময় দাপিয়ে অভিনয় করা সেলেব কোথাও গিয়ে যেন বলিউডে সেভাবে আর কাজ করছেন না। তবে ব্যক্তিজীবন যে চুটিয়ে উপভোগ করছেন, তা এই জুটিকে দেখেই স্পষ্ট হয়ে যায়। তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেস। সুন্দরী এই মডেলকেই মন দিয়েছিলেন অর্জুন রামপাল। তাঁদের একটি সন্তানও রয়েছে। প্রথমবার গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেসের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তোলপাড় হয়েছিল গোটা নেটদুনিয়া। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। বাড়িতেই সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।
এবার আরও একবার খবরের শিরোনামে তাঁরা। বেবিবাম্পের ছবি শেয়ার করলেন মডেল তথা সেলেব। ছবি শেয়ার করে লিখলেন সত্যি না এআই? ছবি দেখা মাত্রই শুভেচ্ছার বন্যা বয়ে গেল সোশ্যাল মিডিয়ার পাতায়। গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেসকে দেখে অবাক নেটপাড়া। গ্ল্যামার যেন ফেটে পড়ছে। লাইম লাইট থেকে দূরে থাকতেই বেশি পছন্দ করেন গ্যাব্রিয়েলা। তবে মাঝে মধ্যে তিনি ও অর্জুন রামপাল ক্যামেরা বন্দি হয়ে থাকেন প্রকাশ্যে।
একবার করোনার সময় রীতিমত হতে হয়েছিল কটাক্ষের শিকার। অর্জুনের এবং তাঁর প্রেমিকার এক ছবি প্রকাশ্যে এসেছিল। ছবিতে অর্জুন এবং গ্যাব্রিয়েলা দু’জনের মুখে মাস্ক এবং ফেস শিল্ড আছে। কিন্তু তাঁর ছেলের মুখে মাস্ক নেই, আর না রয়েছে ফেস শিল্ড। এয়ারপোর্টে তোলা সে ছবি প্রকাশ্যে আসার পরেই নেটিজেনের একের পর এক কমেন্ট ধেয়ে আসে। গত জুলাই মাসে এক বছরে পা দিল ছোট আরিক।
ছোট বাচ্চার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে নেটিজেনের একাংশ। একজন লেখেন, “বাচ্চাকে মাস্ক না পরাতে পারলে, কাপড় বা ওড়না দিয়ে অন্তত মুখ ঢাকতে তো পারতেন।”, আরেকজন লেখে, “বয়স্ক এবং বাচ্চাদের কোভিড ভাইরাস বেশি আক্রমণ করছে , আর মহিলাকে দেখুন নিজের বাচ্চাকে মাস্ক না পরিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এতটা কেয়ারলেস কী ভাবে হতে পারেন…”।
যদিও তাঁরা তাঁদের সন্তানকে ঠিক কতটা যত্নে রাখেন তার প্রমাণ মিলেছে একাধিকবার। কখনও সন্তানের সঙ্গে একান্তে সময় কাটানোর ছবিও শেয়ার করেন নেটপাড়ায়।