Shahrukh Khan With Aryan: ছেলের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ, কোথায় দেখা যাবে তাঁদের?

Shahrukh Khan: প্রসঙ্গত, 'স্টারডম'ওয়েব সিরিজের মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ-পুত্র। এই ছবির পরিচালনারপাশাপাশি চিত্রনাট্য ও কাহিনি লেখার দায়িত্বেও রয়েছেন তিনি। এই ওয়েব সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করছেন লক্ষ্য লালভানি।

Shahrukh Khan With Aryan: ছেলের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ, কোথায় দেখা যাবে তাঁদের?
শাহরুখ খান ও আরিয়ান খান

| Edited By: Sneha Sengupta

Jun 17, 2023 | 6:34 PM

শাহরুখ (Shahrukh Khan) ফ্য়ানেদের জন্য সুখবর! ছেলের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ছেলে আরিয়ান খানের (Aryan Khan) সঙ্গে করণ জোহরের শো, ‘কফি উইথ করণ’ (Coffee With Karan)-এ হাজির হবেন কিং খান। ছেলের সঙ্গে কফি কাপে চুমুক দিতে দেখা যাবে কিং খানকে। সব ঠিক থাকলে তাঁদের সঙ্গ দেবেন শাহরুখ পত্নী গৌরি খান (Gauri Khan)

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে আরিয়ান। খুব শীঘ্রই পরিচালক হিসেবে বলিউডে অভিষেক হবে তাঁর। তাঁর আগেই বাবার প্রিয় বন্ধু করণ জোহরের শো-এ দেখা যাবে তাঁকে। এই শো-এর প্রথম থেকেই বন্ধুর ডাকে বারে-বারে সেখানে হাজির হয়েছেন শাহরুখ। তবে গত সিজনে তাঁকে পাওয়া যায়নি। ‘জিরো’-এর ব্যর্থতার পর নিজেকে একপ্রকার গুটিয়েই নিয়েছিলেন বাদশাহ। তবে শাহরুখের হয়ে গৌরি খানকে অংশ নিতে দেখা গিয়েছিল। এবার ছেলের হাত ধরেই ‘কফি উইথ করণ’-এ কামব্যাক করতে চলেছেন তিনি। সূত্রের খবর, অগস্ট বা সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন। ডিজ়নি প্লাস হটস্টারে দেখা যাবে এই শো। এখানেই শেষ নয়, আরও শোনা যাচ্ছে গৌরি খানও এই এপিসোডের অংশ হতে পারেন।

প্রসঙ্গত, ‘স্টারডম’ওয়েব সিরিজের মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ-পুত্র। এই ছবির পরিচালনারপাশাপাশি চিত্রনাট্য ও কাহিনি লেখার দায়িত্বেও রয়েছেন তিনি। এই ওয়েব সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করছেন লক্ষ্য লালভানি। ছেলের প্রথম সিরিজের প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শাহরুখ-গৌরির রেড চিলিস এন্টারটেনমেন্ট। এই ওটিটি ছবিতে রয়েছে আরও অনেক ক্যামিও চরিত্র। শুধু আরিয়ানই নয়, বোন সুহানা খানও পা রাখতে চলেছেন বলিউডে। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর হাত ধরে বলিউডে অভিষেক হবে সুহানার। চলতি বছরে ফ্যানেদের মুখে হাসি ফুটিয়েছে ‘পাঠান’। শুধু তাই-ই নয়, বক্সঅফিসে ছক্কা হাঁকিয়েছে এই ছবি। দর্শকদের আরও এক ছবি উপহার দিতে চলেছেন বাদশাহ। একদিকে নিজের সাফল্য অন্যদিকে ছেলে-মেয়ের কেরিয়ারের শুরু, সবমিলিয়ে খুশির হাওয়া বইছে মন্নতে।