আরিয়ান খান, স্টার কিড হওয়ার দরুণ বরাবরই তিনি লাইম লাইটের আওতায়। জন্ম লগ্ন থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। তবে শাহরুখ পুত্রকে ঘিরে প্রতি নিয়ত ভাইরাল হওয়া খবরের মাত্রা ছাড়ায় ২০২১ সালের অক্টোবরের ঘটনা। ক্রুজপার্টিতে গিয়ে নার্কোটিক্সের হাতে ধরা পড়েন তিনি। অভিযোগ দায়ের হয় তাঁর নামে, মাদক কান্ডে নাকি জড়িত তিনি। সেই কারণেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। সেই সময় স্পেনের পথে ছিলেন কিং খান। খবর পাওয়া মাত্রই সমস্ত সিডিউল বাতিল করে ফিরেছিলেন তিনি বাড়িতে। সেই থেকে শুরু হয়েছিল লড়াই।
আরিয়ানকে ফিরিয়ে আনার লড়াই, ছেলেকে কলঙ্ক মুক্ত করার লড়াই। দীর্ঘ থয়মাস ধরে টানাপোড়েনের পর অবশেষে মাদক কেস থেকে মুক্তি মিলেছে আরিয়ান খানের। নার্কোটিক্স থেকে তাঁকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। বর্তমানে সেই ভয়ানক স্মৃতি কাটিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরছেন আরিয়ান। সম্প্রতি তেমনই তথ্য প্রমাণ হাতে এলো সোশ্যাল মিডিয়ার। ঝড়ের গতিতে যা হয়ে উঠল ভাইরাল। আবারও বন্ধুদের সঙ্গে পার্টিতে উপস্থিতি আরিয়ানের। কড়া সতর্কতার মধ্যেই হাতে তুলে নিলেন পানীয়।
ক্যামেরা বন্দি হলেন খান পুত্র। আর আরিয়ানের এই ভিডিয়ো দেখেই নেটদুনিয়ার মত, এবার স্বাভাবিক হচ্ছে শাহরুখ পুত্র। একটা সময় এই আরিয়ানকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছিল। অভিভাবক হিসেবে শাহরুখ খানের দিকে আঙুলও তুলেছিলেন অনেকেই। ভাইরাল হয়েছিল শাহরুখ খানের ২২-২৩ বছরের আগের ভিডিয়ো। যেখানে শাহরুখকে বলতে শোনা যায় যে, তিনি চান তাঁর সন্তান সব ধরনের আনন্দ জীবনে উপভোগ করুক। মহিলা বন্ধু থেকে মদ্যপান, যদিও বাস্তবে যে আরিয়ান সেই পথে হেঁটে সত্যিই পরিবারের মান নষ্ট করেননি, তা ইতিমধ্যেই প্রমাণিত।