NCB: এই বিশেষ কারণে তৃতীয় দফার জেরায় আজ এনসিবি দফতরে আসছেন না অনন্যা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 25, 2021 | 2:31 PM

একদিকে আরিয়ান খান মাদক মামলায় যেমন একের পর এক নাম জড়াচ্ছে স্টারকিডদের। অন্যদিকে এই মামলার অন্যতম তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েও চরম বিতর্কে।

NCB: এই বিশেষ কারণে তৃতীয় দফার জেরায় আজ এনসিবি দফতরে আসছেন না অনন্যা
দ্বিতীয় দফার জেরায় এনসিবি দফতরে অনন্যা।

Follow Us

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তৃতীয় দফার জেরায় সোমবার উপস্থিত হচ্ছেন না অনন্যা পাণ্ডে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ব্যক্তিগত কিছু অসুবিধে কারণেই সোমবারের পরিবর্তে এনসিবি’র কাছে অন্য একটি দিন জিজ্ঞাসাবাদের জন্য চেয়ে নিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, অনন্যার এই আর্জি মঞ্জুর করেছে এনসিবি। তাঁর তৃতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য অন্য একটি ধার্য করা হবে মাদকবিরোধী ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে।

একদিকে আরিয়ান খান মাদক মামলায় যেমন একের পর এক নাম জড়াচ্ছে স্টারকিডদের। অন্যদিকে এই মামলার অন্যতম তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েও চরম বিতর্কে। তাঁর বিরুদ্ধে উঠে এসেছে বেশ কিছু অভিযোগ। এ প্রসঙ্গে সোমবার, মাদক নিয়ন্ত্রক সংস্থা ও এনসিবি কর্তা সমীর বিশেষ এনডিপিএস আদালতে (NDPS Court) হলফনামা জমা দিয়েছেন।


প্রসঙ্গত, প্রমোদতরী মাদক মামলার অন্যতম সাক্ষী কে পি গোসাভির ব্যক্তিগত দেহরক্ষী প্রভাকর সেইল (Prabhakar Sail) সমীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, টাকার বিনিময়ে তাঁকে মিথ্যা সাক্ষী দিতে চাপ দেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। মুম্বই আদালতে হলফনামা পেশ করে তিনি জানিয়েছিলেন আরিয়ান খান মামলায় সমীরের সঙ্গে ৮ কোটি টাকার চুক্তি হয়েছে তাঁর। মুম্বই পুলিশ কমিশনারকে চিঠি লিখে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে, এমনকি তাঁকে হত্যা করা হতে পারে বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন প্রভাকর। তিনি জানিয়েছিলেন তাঁকে ৩ অক্টোবর এনসিবি দফতরে জেরার জন্য ডাকা হয়েছিল সেখানে তাঁর ওপর চাপ সৃষ্টি করে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। সমীরের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসার পরেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল এনসিবি। এনসিপি (NCP) নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik) তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করেন।

তার পরিপ্রেক্ষিতেই এদিন সকালে বিশেষ আদালতে হলফনামা পেশ করেন সমীর ওয়াংখেড়ে। সূত্র মারফত জানা গিয়েছে হলফনামায় তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সমীর।

 

আরও পড়ুন Post Poll Violence: কাঁকুরগাছির অভিজিৎ সরকার ‘খুনে’ তৎপর সিবিআই, সাতসকালেই ৪ অভিযুক্তের বাড়িতে হানা

Next Article