মাদক মামলায় দু’দিন আগেই জামিন পেয়েছিলেন আরিয়ান খান। কিন্তু অফিসিয়াল কাজে আরও দু’রাত জেলেই কাটাতে হয়েছে তাঁকে। আজ শনিবার সকালে জেল থেকে বেরলেন আরিয়ান। আগেই জেলে পৌঁছে গিয়েছিলেন শাহরুখের বডিগার্ড রবি। সম্ভবত আরিয়ানকে সঙ্গে নিয়ে তিনি মুম্বইয়ের একটি হোটেলে প্রথমে যাবেন। সেখানেই আইনজীবিদের সঙ্গে অপেক্ষা করছেন শাহরুখ খান। এরপর ছেলেকে নিয়ে বাড়ি যাবেন শাহরুখ।
তিনটে গাড়ির কনভয় আর্থার রোড জেল থেকে আরিয়ানকে সঙ্গে নিয়ে একটি নির্দিষ্ট হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গিয়েছে। ওই কনভয়ের সঙ্গেই রয়েছে মুম্বই পুলিশের গাড়িও। হোটেলে আরিয়ানকে কেন নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে কোনও পক্ষই এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবে মন্নত-এ ছেলের জন্য অপেক্ষায় রয়েছেন গৌরী।
আরিয়ানের জামিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। শাহরুখ এবং জুহির বন্ধুত্বের খবর বলিউডে কারও অজানা নয়। অনস্ক্রিনে তাঁরা যেমন সফল জুটি, অফস্ক্রিনেও তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু। বন্ধুর প্রয়োজনেই এগিয়ে এসেছেন জুহি। গতকাল মুম্বইয়ের সেশন কোর্টে গিয়ে আরিয়ানের এক লক্ষ টাকার জামিনের বন্ডে সই করেন তিনি। আরিয়ানের জামিনদার হলেন তিনি। অর্থাৎ আরিয়ান যদি এই টাকা দিতে অসমর্থ হয়, তার আইনগত দায়িত্ব এ বার জুহির। স্বভাবতই জামিনের খবর পাওয়ার পর থেকে শাহরুখ এবং তাঁর শুভাকাঙ্খীদের মুখে ছিল স্বস্তির ছাপ। জুহিও তার ব্যতিক্রম নন। আদালত চত্বরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আসল কথা হল, বাচ্চা এ বার বাড়ি চলে আসবে। এটা বড় স্বস্তির।” প্রথমে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ এবং জুহি। পরে তাঁরা একসঙ্গে আইপিএল টিম কিনেছেন। আরিয়ান এবং জুহির মেয়ে জাহ্নবীকে আইপিএলের নিলামেও অংশ নিতে দেখা গিয়েছে। ফলে দুই পরিবারের যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তা স্পষ্ট।
অন্যদিকে ছেলে জেল থেকে না ফেরা পর্যন্ত মন্নতে মিষ্টি খাওয়া বন্ধ রেখেছিলেন গৌরী। সলমনের বাবা-মা প্রতিদিন আরিয়ানের জন্য প্রার্থনা করতেন। সোশ্যাল মিডিয়া স্টোরিতে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলে আরিয়ানের সমর্থনে মুখ খুলেছিলেন হৃত্বিক রোশন। দাদা জেলে, তাই অসুস্থ হয়ে পড়েছিলেন বোন সুহানা। আর শাহরুখ? দুশ্চিন্তা ও ক্লান্তির ছাপ ছিল তাঁর চেহারাতেও। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। ৫৬ বছর বয়সে পা দেবেন তারকা। জন্মদিনের আগে ছেলেকে কাছে পাচ্ছেন, দীপাবলি কাটাবেন একসঙ্গে এতেই বা কম কীসের!
আরও পড়ুন, Rafiath Rashid Mithila: প্রিয়জনদের নিয়ে হ্যালোইন পার্টি করলেন মিথিলা