Aryan Khan Bail: আজও বাড়ি ফেরা হল না আরিয়ানের, শনিবারের দিকে তাকিয়ে পরিবার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 30, 2021 | 2:40 AM

Aryan Khan Drugs Case: গতকালই বম্বে আদালত সূত্রে জানা গিয়েছিল জামিন সংক্রান্ত নিয়মকানুনের জন্যই অতিরিক্ত সময় লাগছে আরিয়ানের।

Aryan Khan Bail: আজও বাড়ি ফেরা হল না আরিয়ানের, শনিবারের দিকে তাকিয়ে পরিবার
আরিয়ান খান।

Follow Us

বম্বে হাইকোর্ট বৃহস্পতিবারই আরিয়ান খানের জামিনের ঘোষণা করেছে। তবু আজ অর্থাৎ শুক্রবারও বাড়ি ফেরা হল না তাঁর। এই মুহূর্তে যে জেলে আরিয়ান বন্দি মুম্বইয়ের সেই আর্থার রোড জেল সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ শনিবার সকালের মধ্যেই হয়তো অফিসিয়াল কাজকর্ম মিটিয়ে বাড়ি ফিরতে পারবেন আরিয়ান।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে আর্থার জেলের সুপার নীতিন ভয়াচল বলেন, “বেল বক্স সাড়ে পাঁচটার সময় শেষ বার খোলা হয়েছিল। নিয়ম তো সবার জন্যই এক।” প্রসঙ্গত, আরিয়ানের জামিনে এ দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা।

শাহরুখ এবং জুহির বন্ধুত্বের খবর বলিউডে কারও অজানা নয়। অনস্ক্রিনে তাঁরা যেমন সফল জুটি, অফস্ক্রিনেও তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু। বন্ধুর প্রয়োজনেই এগিয়ে এসেছেন জুহি। এ দিন মুম্বইয়ের সেশন কোর্টে গিয়ে আরিয়ানের এক লক্ষ টাকার জামিনের বন্ডে সই করেন তিনি। আরিয়ানের জামিনদার হলেন তিনি। অর্থাৎ আরিয়ান যদি এই টাকা দিতে অসমর্থ হয়, তার আইনগত দায়িত্ব এ বার জুহির।

গতকালই বম্বে আদালত সূত্রে জানা গিয়েছিল জামিন সংক্রান্ত নিয়মকানুনের জন্যই অতিরিক্ত সময় লাগছে আরিয়ানের। বৃহস্পতিবারই শাহরুখের কৌঁসুলি তথা ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি সংবাদমাধ্যমকে জানান, জামিনের রায় হাতে এলে তবেই জেল থেকে বের হওয়ার প্রস্তুতি শুরু হবে আরিয়ানের। তিনি জানান, সাম্বরে সাক্ষরিত ওই রায় প্রথমে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে যাবে যেখানে এর আগে আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়েছে। এর পর সেখান থেকে রিলিজ অর্ডার পেলে তা পৌঁছবে মুম্বইয়ের আর্থার রোড জেলে যেখানে আরিয়ান এই মুহূর্তে রয়েছেন। যদি শুক্রবার বিকেল সড়ে পাঁচটার মধ্যে রিলিজ অর্ডার জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছয় তবে শুক্রবারই বাড়ি ফিরতে পারবেন শাহরুখ পুত্র। কিন্তু এ দিন সাড়ে পাঁচটার মধ্যে সেই প্রক্রিয়া না মেটায় আপাতত খান পরিবারকে অপেক্ষা করতে হবে আরও এক দিন।

Next Article