অমিতাভ-প্রভাস-দীপিকা অভিনীত ‘প্রজেক্ট কে’ ছবির বাজেট জানেন? জানলে চমকে যাবেন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 31, 2021 | 8:29 AM

যে টাকা ব্যয়ে মঙ্গল গ্রহে রকেট পাঠিয়েছে ভারত, সেই বাজেটেই তৈরি হচ্ছে ছবি। মনে করা হচ্ছে, 'বাহুবলী'র মতো তুমুল জনপ্রিয় ছবির সব রেকর্ড নাকি ভেঙে দেবে 'প্রজেক্ট কে'।

অমিতাভ-প্রভাস-দীপিকা অভিনীত প্রজেক্ট কে ছবির বাজেট জানেন? জানলে চমকে যাবেন

Follow Us

অনেক ছবিতে অভিনয় করেছেন প্রভাস। কিন্তু এসএস রাজামৌলির ‘বাহুবলী’ তাঁকে যে জনপ্রিয়তা দিয়েছে, তা অন্য কোনও ছবি দিতে পারেনি। অমরেন্দ্র ও মহেন্দ্র বাহুবলীকে সকলেরই মনে আছে। তারপর তিনি প্যান-ইন্ডিয়া ছবি ‘সাহো’তে অভিনয় করেন। ফের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন প্রভাস। পরিচালক নাগ অশ্বিনের বড় বাজেটের ছবি ‘প্রজেক্ট কে’। এই নামই শেষমেশ থাকবে কিনা, তা নিয়ে অবশ্য প্রশ্ন আছে বিস্তর। তবে ছবির বাজেট জানা গিয়েছে। 

জানা গিয়েছে, ৪০০ কোটি টাকায় তৈরি হচ্ছে ‘প্রজেক্ট কে’। যে টাকায় মঙ্গল গ্রহে রকেট পাঠিয়েছে ভারত। মনে করা হচ্ছে, ‘বাহুবলী’র মতো তুমুল জনপ্রিয় ছবির সব রেকর্ড নাকি ভেঙে দেবে ‘প্রজেক্ট কে’।

৪১ বছর বয়সি সুপারস্টার প্রভাস নিজের কাজের ব্যাপারে বেশ খুঁতখুঁতে। নিজের কেরিয়ারের ৪-৫ বছর কেবল ‘বাহুবলী’র জন্যই উৎসর্গ করে দিয়েছেন অভিনেতা। নাগ অশ্বিনের ছবিটির জন্য ২০০ দিন ধরে প্রস্তুতি নিয়েছেন। ছবির আরও বড় চমক। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। তাঁরাও অনেকগুলি ডেট দিয়েছেন এই সাই-ফাই ছবির জন্য।

গুরুপূর্ণিমায় একটি সুন্দর মুহূর্তও তৈরি হয় ছবির সেটে। অমিতাভের জন্য ক্ল্যাপ ধরেন প্রভাস। সেটা নিঃসন্দেহে তাঁর কাছে ও টিমের কাছে স্মরণীয় মুহূর্ত হয়ে থেকে যাবে। ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি। প্রভাস লিখেছিলেন, ভারতীয় সিনেমার গুরুর জন্য তিনি ক্ল্যাপ ধরলেন। 

প্রভাসকে দেখা যাবে ‘রাধে শ্যাম’ ছবিতে, বিপরীতে পূজা হেগ্রে। ‘আদিপুরুষ’ ছবিতে কৃতি শ্যানন, সইফ আলি খানের সঙ্গে কাজ করছেন প্রভাস।  

আরও পড়ুনচিনতে পারছেন ছবির এই অভিনেত্রীকে? বলুন তো কে তিনি

কলেজে পড়ার সময় রাজনীতি করতেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি; জেলও খেটেছেন ৭ দিনের জন্য

Next Article