জওয়ান, শাহরুখ খান অভিনীত এযাবৎকাল সর্বাধিক জনপ্রিয় ছবি। মাত্র এক সপ্তাহের মধ্যেই ছবি ৫০০ কোটি গণ্ডি পেরিয়েছে। ১১ দিনের মাথায় ভারতের বুকে ৫০০ কোটি স্পর্শ করতে চলেছে। এই ছবি যে বক্স অফিসে ব্যাপক প্রভাব ফেলবে তা ইতিমধ্যেই অনুমান করে নিয়েছেন সকলে। কেবল বক্স অফিস আয় থেকে নয়, মোটা টাকায় ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে ছবির ওটিটি রাইটস। আড়াইশো কোটি টাকা কেবল ওটিটি থেকেই আয় করে নিয়েছে ছবি জওয়ান। বর্তমানে সিক্যোয়েল ঝড়ে তাই এই ছবি যে নাম লেখাবে না এমনটা হতে পারে না। আর সেই সূত্র ধরেই এবার জওয়ান নিয়ে চর্চা তুঙ্গে। ছবির শেষে লক্ষ্য করলেই বোঝা যায়, এই ছবির সিক্যোয়েল আসতে চলেছে।
ছবির শেষ অংশে স্পষ্ট বলে থাকে, নতুন এক তদন্তের ভার পড়তে চলেছে রাঠোরের কাঁধে। অর্থাৎ পর্দায় যিনি বাবা শাহরুখ খান। সম্প্রতি ছবির সিক্যোয়েল প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক অ্যাটলি। দক্ষিণ এই পরিচালকের ঝুলিতে প্রতিটা ছবি সুপারহিট। তাই জওয়ান ছবির সিক্যোয়েল বানানোর সুযোগ হাতছাড়া করতে নারাজ তিনি। অ্যাটলির কথায় তাঁর ছবিতে রাঠোরই হল মূল হিরো। তাই বাবা শাহরুখ খানের চরিত্রই পরবর্তী ছবিতে মূল ও মুখ্য হয়ে দাঁড়াবে। তাঁর কথায় আজাদের থেকে অনেক বেশি পরিণত দৃঢ় ও দাপুটে চরিত্র রাঠোরের। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় বাবা শাহরুখ খানের এক একটি ক্লিপিং। আজাদের পাশে রাঠোর যেন সত্যি বাপ।
শাহরুখ খান বনাম শাহরুখ খান, দুই চরিত্রের সেডে এত সুন্দর পার্থক্য বজায় রেখেছেন কিং খান যা রীতিমতো প্রশংসিত ভক্ত মহলে। দুই শাহরুখ খানের মধ্যে চলছে প্রতিনিয়ত প্রতিযোগিতা, কারও পছন্দ রাঠোর, কেউ আবার বেছে নিচ্ছে আজাদের রোমান্টিক লুককে। শাহরুখ খান বলেই হয়তো সম্ভব। আর তাই জল্পনায় ঘি ঢেলে এবার জওয়ান ২ ছবির খবর ফাঁস করে দিলেন খোদ পরিচালক।