Relationship: আলিয়ার-রণবীরের সম্পর্ক ব্রহ্মাস্ত্র ছবির প্রাণ, কী বললেন পরিচালক অয়ন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 31, 2022 | 8:48 AM

Relationship: বর্তমানে অয়ন জানেন, এই জুটির মধ্যে থাকা সম্পর্কই তো ছবির প্রাণ কেন্দ্র হয়ে ওঠে। আলিয়া ও রণবীরকে ছাড়া ব্রহ্মাস্ত্র এক কথায় অসম্পূর্ণ।

Relationship: আলিয়ার-রণবীরের সম্পর্ক ব্রহ্মাস্ত্র ছবির প্রাণ, কী বললেন পরিচালক অয়ন
অন্যদিকে রণবীর লিব্রান, ফলে তাঁর ক্ষেত্রেও সংখ্যা ৬ বেশ গুরুত্বপূর্ণ। সব দিক থেকে এটি এক দারুণ বিষয় ঘটল বলেই সঞ্জয় জুমানির মত। সন্তানের ভাগ্য সংখ্যা ৫, যা বুদ্ধির পরিচায় দেয়।

Follow Us

অয়ন মুখোপাধ্যায়ের ছত্রছায়ায় এক কথায় বেড়ে ওঠে আলিয়া ভাট ও রণবীরর কাপুরের সম্পর্ক। ব্রহ্মাস্ত ছবির শুটিং করতে গিয়েই একে অন্যকে মন দিয়েছিলেন তাঁরা। যদিও সমস্ত বিষয়টা খোদ অয়ন মুখোপাধ্যায় নিজেও জানতেন না। পরিচালকের অগোচরেই চলছিল প্রেমলীলা। রণবীর কাপুরকে প্রথম থেকেই ভাল লাগলো আলিয়া ভাটের, মাত্র ১১ বছর বয়সে রণবীর কাপুরের সঙ্গে কাজ করার সুযোগ এসেছিল তাঁর। সেই ছবিতে কাজ না পেলেও পরবর্তীতে ব্রহ্মাস্ত্র ছবি দিয়েই এই জুটিকে দর্শক পায় বড়পর্দায়। টানা চার বছরের অপেক্ষা, প্রতি মুহূর্তে তাদের আপডেটে কড়া নজর রেখে গিয়েছে ভক্তমহল।

তাদের সেট থেকে লিক হওয়া একটি ছবি কিংবা তাদের মধ্যে বাড়তে থাকা সম্পর্কের সমীকরণ সবটাই ধিরে ধিরে সামনে আসছিল ভক্তদের। যদি নিজেদের সম্পর্ক নিয়ে প্রথমটায় মুখ খুলতে চাননি তারা। কিছুদিনের মধ্যেই প্রেমের কাহিনি সামনে আসায় ব্রহ্মাস্ত্র ছবি ঘিরে দর্শকদের মনে খিদে আরও যেন এক ধাপ বেড়ে যায়। তবে সেই সম্পর্ক কোথাও গিয়ে যেন দর্শকের মনে একাধিক প্রশ্ন সৃষ্টি করে। তাদের বিয়ে তাদের মধ্যে থাকা সম্পর্ককে কেন্দ্র করে পরিবারের ভূমিকা, তাদের গোপন ট্রিপ নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয় পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে।

যদিও বর্তমানে অয়ন জানেন, এই জুটির মধ্যে থাকা সম্পর্কই তো ছবির প্রাণ কেন্দ্র হয়ে ওঠে। আলিয়া ও রণবীরকে ছাড়া ব্রহ্মাস্ত্র এক কথায় অসম্পূর্ণ। ফলে তাদের নিয়ে আলাদা করে তার আর কিছুই বলার থাকে না। প্রথমটাই যদিও তিনি অভিযোগ জানিয়েছিলেন কেন এই সম্পর্কের কথা তাকে জানতে দেওয়া হয়নি। তবে পরবর্তীতে পরিস্থিতি বুঝে অয়ন নিজেই সমস্ত তাতেই সম্মতি দিয়েছিলেন। এখন তাই এই জুটিকে নিয়ে ভবিষ্যতে আরও বড় প্রজেক্ট ব্রহ্মাস্ত্র ২ কীভাবে উপস্থাপনা করবেন তারই প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন অয়ন মুখোপাধ্যায়।

Next Article