‘শুভ মঙ্গল জ়্যাদা সাবধান’-এর পর আবার আনন্দের ছবিতে আয়ুষ্মান

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 17, 2021 | 9:44 AM

‘শুভ মঙ্গল সাবধান’ এবং ‘শুভ মঙ্গল জ়্যাদা সাবধান’-এর তুমুল সাফল্যের পর অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং প্রযোজক-পরিচালক আনন্দ এল রাইয়ের আরও একবার একসঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে।

Follow Us

গত কয়েক বছর ধরে, ফিল্ম পরিচালকরা সে সকল অভিনেতার সঙ্গে কাজ করছেন যাঁদের সঙ্গে অতীতে কাজ করেছিলেন। আবার অনেক সময় এও হয়েছে নির্মাতাদের নিজস্ব পছন্দ অনুযায়ী তাঁরা কোনও নির্দিষ্ট ফিল্মের জন্য কাস্ট করতে চাইছেন কোনও নির্দিষ্ঠ অভিনেতাকে।

সূত্রের খবর, ‘শুভ মঙ্গল সাবধান’ এবং ‘শুভ মঙ্গল জ়্যাদা সাবধান’-এর তুমুল সাফল্যের পর অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং প্রযোজক-পরিচালক আনন্দ এল রাইয়ের আরও একবার একসঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে।

 

দু’জন অতীতে যা করেছেন তার থেকে ফিল্মটি সম্পূর্ণ আলাদা বলে হবে জানা গেছে। আয়ুষ্মান বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘ডক্টর জি’ এর শুটিং নিয়ে ব্যস্ত, তার পরে আনন্দের ছবির কাজ শুরু হবে বলে খবর। অতীতে প্রযোজক-অভিনেতা জুটিকে দর্শক পছন্দ করেছে, এবং আয়ুষ্মানের অন-স্ক্রিন অভিনয়ের জন্য প্রশংসিত হয়।

 

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘জিরো’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর মতো ছবিতে এর আগে আনন্দের সঙ্গে কাজ করেছেন, সেই অনিরুদ্ধ আইয়ার গণপতি পরিচালনা করবেন আয়ুষ্মান অভিনীত ছবিটি।’ ছবি সম্পর্কে এখনও বেশি কিছু জানা যায়নি। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে কে অভিনয় করবেন তারও কোন খবর নেই। তবে যা শোনা যাচ্ছে আয়ুষ্মান খুরানা সম্ভবত নভেম্বর মাস থেকে ছবির কাজ শুরু করবেন। ফিল্মের বেশিরভাগ শুটিং মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত হবে এবং খুরানাকে এক নতুন চরিত্রে দেখা হবে।

আপাতত, আয়ুষ্মান তাঁর আসন্ন ফিল্ম—‘চন্ডীগড় করে আশিকী’ এবং ‘অনেক’ এর শুটিং শেষ করে ফেলেছেন।

 

আরও পড়ুন শাহরুখ আমাকে ৩০০ টাকা দিয়েছিল, এখনও রাখা আছে: প্রিয়ামণি

গত কয়েক বছর ধরে, ফিল্ম পরিচালকরা সে সকল অভিনেতার সঙ্গে কাজ করছেন যাঁদের সঙ্গে অতীতে কাজ করেছিলেন। আবার অনেক সময় এও হয়েছে নির্মাতাদের নিজস্ব পছন্দ অনুযায়ী তাঁরা কোনও নির্দিষ্ট ফিল্মের জন্য কাস্ট করতে চাইছেন কোনও নির্দিষ্ঠ অভিনেতাকে।

সূত্রের খবর, ‘শুভ মঙ্গল সাবধান’ এবং ‘শুভ মঙ্গল জ়্যাদা সাবধান’-এর তুমুল সাফল্যের পর অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং প্রযোজক-পরিচালক আনন্দ এল রাইয়ের আরও একবার একসঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে।

 

দু’জন অতীতে যা করেছেন তার থেকে ফিল্মটি সম্পূর্ণ আলাদা বলে হবে জানা গেছে। আয়ুষ্মান বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘ডক্টর জি’ এর শুটিং নিয়ে ব্যস্ত, তার পরে আনন্দের ছবির কাজ শুরু হবে বলে খবর। অতীতে প্রযোজক-অভিনেতা জুটিকে দর্শক পছন্দ করেছে, এবং আয়ুষ্মানের অন-স্ক্রিন অভিনয়ের জন্য প্রশংসিত হয়।

 

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘জিরো’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর মতো ছবিতে এর আগে আনন্দের সঙ্গে কাজ করেছেন, সেই অনিরুদ্ধ আইয়ার গণপতি পরিচালনা করবেন আয়ুষ্মান অভিনীত ছবিটি।’ ছবি সম্পর্কে এখনও বেশি কিছু জানা যায়নি। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে কে অভিনয় করবেন তারও কোন খবর নেই। তবে যা শোনা যাচ্ছে আয়ুষ্মান খুরানা সম্ভবত নভেম্বর মাস থেকে ছবির কাজ শুরু করবেন। ফিল্মের বেশিরভাগ শুটিং মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত হবে এবং খুরানাকে এক নতুন চরিত্রে দেখা হবে।

আপাতত, আয়ুষ্মান তাঁর আসন্ন ফিল্ম—‘চন্ডীগড় করে আশিকী’ এবং ‘অনেক’ এর শুটিং শেষ করে ফেলেছেন।

 

আরও পড়ুন শাহরুখ আমাকে ৩০০ টাকা দিয়েছিল, এখনও রাখা আছে: প্রিয়ামণি

Next Article