Ayushmann Khurrana: ‘ইন্ডিয়ান আইডল ২’ থেকে বাদ পড়েছিলেন আয়ুষ্মান, গানের কেরিয়ার নিয়ে কী বললেন অভিনেতা
Bollywood Gossip: অভিনয় দিয়েই পরিচিতির আলোতে প্রথম এসেছিলেন তিনি। গান অভিনয় দুই আয়ুষ্মান খুরানার কাছে ভীষণ পছন্দের।
আয়ুষ্মান খুরানা শুরু থেকেই ভেবেছিলেন গান ও অভিনয় নিয়ে কেরিয়ার তৈরি করবেন। খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। প্রকাশ্যে আসতেই আয়ুষ্মানের ট্যালেন্ট চিনে নিয়েছিলেন অনেকেই। তবে গান দিয়ে নয়, অভিনয় দিয়েই পরিচিতির আলোতে প্রথম এসেছিলেন তিনি। গান অভিনয় দুই আয়ুষ্মান খুরানার কাছে ভীষণ পছন্দের। তাই মুম্বইতে পাকাপাকিভাবে থাকার আগে থেকেই চেষ্টা করেছিলেন গানের জগতে নিজের ভাগ্য তলিয়ে দেখার। ইন্ডিয়ান আইডল টু-তে তিনি এসেছিলেন অডিশন দিতে। তার সঙ্গে ছিলেন গায়িকা নেহা কাক্কারও। দুজনকেই শো থেকে বাতিল করা হয়।
এরপর অভিনেতা হলেও গানের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র প্রশমিত হয়নি আয়ুষ্মান খুরানার। স্থির করেন নিজেই গান গাইবেন, তৈরি করবেন আলাদা একটা জ্যঁর। সম্প্রতিতে ড্রিম গার্ল ২ ছবির প্রোমোশনে ব্যস্ত অভিনেতা। তারই মাঝে এক সাক্ষাৎকারে জানালেন, অভিনয়ের ক্ষেত্রে তিনি বিভিন্ন বিভিন্ন চরিত্র হয়ে উঠতে পছন্দ করেন। কিন্তু গানের সঙ্গে তাঁর আত্মার সংযোগ। তাই তিনি জানেন, ঠিক কোন ধারার গান তাঁর জন্য পারফেক্ট। যার ফলে সেই ধারার বাইরে গান গাওয়ার কথা কখনই ভাবেন না আয়ুষ্মান খুরানা।
গান নিয়ে চর্চা গানকে ভালবাসা, অভিনয়ের প্রতি তাঁর টান, সবটাই বর্তমানে দর্শকের কাছে ভীষণ স্পষ্ট। অভিনেতা বারবার বলেছেন, তিনি গান গায়ক হওয়ার জন্য গান না, তাঁর কাছে গান তাঁর অন্যতম ভাললাগার বিষয়। তিনি গানের মাধ্যমে নিজেকে খুঁজে পান। যদিও তাঁর অনবদ্য অভিনয় দর্শক মহলে বারবার ঝড় তুলেছিল।
প্রতিটা ছবিতেই তাঁকে বিভিন্ন চরিত্রে দেখা যায়। প্রতিটা চরিত্রেই তিনি বারবার নিজেকে সেরার সেরা প্রমাণ করেছেন। কোনও চরিত্রের সঙ্গে অপর চরিত্রে আয়ুষ্মান খুরানাকে মেলানো যায় না। এটাই অভিনেতার বৈশিষ্ট্য। যা বারবার তাঁকে জনপ্রিয় তালিকার শীর্ষে পৌঁছে দেয়। এখন দেখার ড্রিমগাল টু ছবি দর্শক মনে কতটা জায়গা করে নেয়।