RRR Success: সলমনের জন্যই আরআরআর-এর এত সাফল্য, গোপন পর্দা ফাঁস করলেন রাখী

Salman Khan: বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে আরআরআর, সবই কৃতিত্ব সলমনের, আর কারুর নয়, জানালেন রাখী সাওয়ান্ত।

RRR Success: সলমনের জন্যই আরআরআর-এর এত সাফল্য, গোপন পর্দা ফাঁস করলেন রাখী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2022 | 9:44 AM

চুটিয়ে বক্স অফিসে ব্যবসা করছে আরআরআর, দক্ষিণী দুনিয়ার ছবির দাপট বর্তমানে কুপোকাত করছে বি-টাউনকে। একের পর এক ছবির মুক্তিতে ঝড় উঠেছে সিনেদুনিয়ায়। পুষ্পার পর এবার আরআরআর ঝড়, অপেক্ষায় রয়েছে কেজিএফ চ্যাপ্টার ২। তারই মাধে ১০০০ কোটির ক্লাবে দক্ষিণী ছবি। কিন্তু কেন এত সফল ছবি! কীভাবে মাত্র দুই সপ্তাহে এক কোটির ব্যবসা করল এই ছবি! এবার গোপন পর্দা ফাঁস করলেন ড্রামা কুইন রাখী সাওয়ান্ত। বিগ বসের ঘরে যাঁর নিত্য আনাগোনা।

View this post on Instagram

A post shared by RRR Movie (@rrrmovie)

সদ্য আরআরআর সাকসেস পার্টিতে বি-টাউনের ঢল নেমেছিল, সেলেবদের মধ্যে নানা জনের নানা মত এদিন ছবি ঘিরে ফ্রেমবন্দি হয়। কিন্তু সবরে পেছনে যে রয়েছে সলমন খানের হাত, তা রাখী সাওয়ান্ত প্রকাশ্যে না আনলে অজানাই থেকে যেন, বর্তমানে এমনই মজার কমেন্টে ভরে উঠছে নেটদুনিয়া। কীভাবে সলমন খান যুক্ত এই ছবির সাফল্যের সঙ্গে! উত্তর মিলেছিল সাফ, রাখীর কথায় বিগ বসের ঘরে প্রমোশনের জন্য গিয়েছিল এই টিম। তখনই সলমন খান ও তাঁর আশীর্বাদ নিয়ে ফিরেছিল দক্ষিণী সুপারস্টারেরা। আর ঠিক সেই কারণেই ছক্কা হাঁকাচ্ছে ছবি। সলমন খানের আশীর্বাদের দাপটেই বক্স অফিসে এই কামাল। রাখী সাওয়ান্তের এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যেদির আরআরআর প্রমোশনে টিম পৌঁছেছিল বিগ বসের ঘরে সেদিন সেটেই উপস্থিত ছিলেন রাখী, সলমন বলেছিলেন, ছবি খুব ভাল চলবে, আর তাতেই ঘটেছে কেল্লা ফলে।

বরাবরই রাখী সাওয়ান্ত তাঁর মজার মজার কমেন্ট বা বিতর্কিত কমেন্টের জন্য ভাইরাল হয়ে ওঠেন। আবারও তার ব্যতিক্রম ঘটল না। সিনে দুনিয়ায় দাপটের সঙ্গে সকলের নজর কাড়া এই টিভি স্টার এবার সলমনের পক্ষে মুখ খুলে আরআরআর সাফল্য নিয়ে সাফ মন্তব্য করলেন। যা মুহূর্তে ছড়িয়ে পড়ল ভক্তমহলে। এখানেই শেষ নয়, দক্ষিণী ছবির দুনিয়ায় কাজ করা নিয়ে মুখ খুলে রাখী জানান, ‘এখানে কখন কার ভাগ্য খুলে যায়, কারুর জানানেই। কেউ চা বানাতে বানাতে যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তবে আমি নাচতে নাচতে অভিনেত্রী হতে পারব না কেন!’

আরও পড়ুন- Alia-Ranbir Honeymoon: কেবল বিয়েই নয়, এবার ফাঁস আলিয়া-রণবীরের হানিমুন প্ল্যানিংও

আরও পড়ুন- Astrology Prediction: পাঠান কি আরও এক ফ্লপ! না শাহরুখের জীবনের সেরা ছবি হতে চলেছে, কী বলছে জ্যোতিষশাস্ত্র

আরও পড়ুন- Viral News: ‘অর্থের অভাবে এ সব করতে বাধ্য হয়েছি’, আত্মহত্যার কথা ভাবতেও পিছু পা হননি উরফি