বিদ্যুৎ জামওয়াল প্রযোজিত প্রথম ছবি থ্রিলার ধর্মী; বিষয় ৭১-এর যুদ্ধ!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 19, 2021 | 10:48 PM

ছবির পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংকল্প রেড্ডি। ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধকে কেন্দ্র করে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।

বিদ্যুৎ জামওয়াল প্রযোজিত প্রথম ছবি থ্রিলার ধর্মী; বিষয় ৭১-এর যুদ্ধ!
সৌ: বিদ্যুতের ইনস্টাগ্রাম

Follow Us

এপ্রিল মাসের ঘটনা। প্রথম খবরে আসে প্রযোজকের আসনে বসতে চলেছেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। প্রযোজনা সংস্থার নাম ‘অ্যাকশন হিরো ফিল্মস’। এবার তাঁর সংস্থা থেকে তৈরি হচ্ছে প্রথম ছবি ‘আইবি ৭১’। শোনা যাচ্ছে, ছবিতে অভিনয় করবেন বিদ্যুত নিজে।

ছবির পরিচালক জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর নাম সংকল্প রেড্ডি। ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধকে কেন্দ্র করে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি তৈরির খবর ঘোষণা করেছেন বিদ্যুৎ। লিখেছেন, “আমার প্রযোজনা সংস্থা অ্যাকশন হিরো ফিল্মস থেকে প্রথম ছবিটি প্রযোজনা করতে পেরে আমি ভীষণ খুশি। ছবিটি থ্রিলার ধর্মী – ‘আইবি ৭১’। পরিচালনা করছেন সংকল্প রেড্ডি। এত সাপোর্ট করার জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই।”

বলিউডে বিদ্যুতের জার্নি ১০ বছরের। সেখানে নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছেন। মূলত অ্যাকশন ধর্মী ছবিতেই অভিনয় করেছেন বিদ্য়ুৎ। তাই প্রযোজনা সংস্থার নামও দিয়েছেন ‘অ্যাকশন হিরো’। অনেকেই ভেবেছিলেন নামে যেহেতু অ্যাকশন লুকিয়ে, তিনি হয়তো অ্যাকশন ধর্মী ছবিই তৈরি করবেন। কিন্তু তাঁর প্রথম প্রযোজিত ছবি থ্রিলার ধর্মী। নতুন ট্যালেন্টদের সুযোগ দেবেন বিদ্যুৎ। প্রযোজনা নিয়ে অনেক স্বপ্ন তাঁর।

আরও পড়ুনছবিতে দেখুন : বলিউডে কোন গায়করা অভিনয় করছেন ছবিতেও

Next Article