Abhinav-Harsh: ৫ বছর আগে ঘোষিত অলিম্পিক স্বর্ণপদক জয়ী শ্যুটার অভিনব বিন্দ্রার বায়োপিক হচ্ছে, কী অবস্থায় সেই ছবির?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 13, 2022 | 12:54 PM

Abhinav-Harsh: কানন আইয়ার পরিচালিত এই ছবির ঘোষণা হয় ২০১৭ সালে

Abhinav-Harsh: ৫ বছর আগে ঘোষিত অলিম্পিক স্বর্ণপদক জয়ী শ্যুটার অভিনব বিন্দ্রার বায়োপিক হচ্ছে, কী অবস্থায় সেই ছবির?
পাঁচ বছর আগে ঘোষিত অভিনব বিন্দ্রার বায়োপিকের কী অবস্থা

Follow Us

প্রায় বছর পাঁচ আগে ঘোষণা করা হয় অলিম্পিক স্বর্ণপদক জয়ী শ্যুটার অভিনব বিন্দ্রার বায়োপিক তৈরি হবে। নাম ভূমিকায় অভিনয় করবেন হর্ষ বর্ধন কাপুর। লম্বার সময় ছবির কাজ শুরু না হওয়ায় গুঞ্জন শুরু হয়েছিল বি-টাউনে যে ছবিটি আর তৈরি হবে না। কিন্তু এমন নয় বিষয়টি। কারণ, এই ছবির সঙ্গে যুক্ত অভিনেতা এবং হর্ষের বাবা অনিল কাপুর জানিয়েছেন, এটা অপপ্রচার, ছবিটি তৈরি হবে। অভিনব-র জীবন নির্ভর ছবির প্রযোজক অনিল। ছবি তৈরি হওয়া, না হওয়া নিয়ে হর্ষ বলেছেন, “আমি মনে করি প্রশ্নটা আমার বাবাকে জিজ্ঞাসা করা উচিৎ (চলচ্চিত্রের কবে শুরু সম্পর্কে)। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনিই যোগ্য ব্যক্তি, কারণ তিনি এটি প্রযোজনা করছেন। আমরা অবশ্যই এই ছবি তৈরি করব। আগামী বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু করার চেষ্টা করছি।”

তিনি আরও যোগ করেন, “ছবির জন্য অনেক প্রস্তুতিও প্রয়োজন। সত্যি কথা বলতে, এটি ‘একে বনাম একে’ আর ‘থার’- (যে প্রকল্পগুলিতে তিনি সম্প্রতি অভিনয় করেছেন) এর আগেই হওয়ার কথা ছিল। আমরা এগিয়ে গিয়েছিলাম পরবর্তী প্রজেক্টে। মাঝখানে এই দুটি ছবি তৈরি করেছি, কিন্তু এখনও অভিনব বিন্দ্রার বায়োপিক শুরু করতে পারিনি। এটা একটা খুব বড় দায়িত্ব।”

হর্ষ জানিয়েছেন যে ছবিটি ফ্লোরে যাওয়ার আগে তাঁর খেলাধুলার বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত হওয়া দরকার। তিনি শেয়ার করেছেন, “এটা বড় পর্দায় একজন বাস্তব জীবনের মানুষের চরিত্রে অভিনয় করা। গল্পের ধরণটি ১৫-২০ বছরের সময়ের মধ্যে ঘটে। বিস্তারিত মনোযোগ, প্রোডাকশন মূল্য ইত্যাদি সব নিখুঁত হতে হবে। ‘থার’ ছবির মতো একটি প্রকল্পের জন্য আমরা রাজস্থানে গিয়েছিলাম এবং ২ মাস শুটিং করে একেবারে শেষ করেছি। একইভাবে আমরা মুম্বইতে ২০ দিনের মধ্যে ‘একে বনাম একে’ শ্যুট করেছি। তবে অভিনব বিন্দ্রার জীবনী নির্ভর এই ছবিটি অনেক বড়। পুরোপুরি নিশ্চিত হতে হবে অভিনেতা, কলাকুশলী এবং প্রকল্পের সঙ্গে যুক্ত সকলকে একজোট হতে হবে, তবেই শুটিং শুরু করা যাবে।”

কানন আইয়ার পরিচালিত এই ছবির ঘোষণা হয় ২০১৭ সালে। ছবিতে অভিনব-র বাবার চরিত্রে অভিনয় অনিল কাপুর। ছবি হচ্ছে না বলে খবর ছড়ালে অনিল হাসির ইমোজি দিয়ে সোশ্যাল পোস্ট করে লেখেন, এটা সত্যি নয়, ‘আপনার সোরস দেখেনি ঠিক মতো’।

Next Article