AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bipasha Basu: হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে জন্ম ছোট্ট দেবীর; কন্যার এক বছরের জন্মদিনে বিহ্বল বিপাশা

Bipasha Basu on Daughter's 1 year Birthday: গত বছর আজকের দিনেই (১২ নভেম্বর) জন্ম হয় বিপাশা বসুর একমাত্র কন্যা দেবীর। কন্যার জন্মে আনন্দে আত্মহারা ছিলেন অভিনেত্রী। কন্যার আদর করে নাম দিয়েছেন দেবী--একাধারে সহজ এবং শক্তিশালী এক নাম। তিন মাস যেতে না-যেতেই জানা যায়, দেবীর হৃদযন্ত্রে ছিদ্র রয়েছে। ওইটুকু ফুলের মতো মেয়েটার এমন অবস্থা দেখে আঁতকে ওঠারই কথা। একরত্তি দেবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল সেই সময়। লাইভে সে কন্যার অসুস্থতার কথা বলতে-বলতে কেঁদে ফেলেছিলেন বিপাশা।

Bipasha Basu: হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে জন্ম ছোট্ট দেবীর; কন্যার এক বছরের জন্মদিনে বিহ্বল বিপাশা
কন্যা দেবীকে নিয়ে বিপাশা বসু।
| Edited By: | Updated on: Nov 12, 2023 | 8:08 PM
Share

গত বছর আজকের দিনেই (১২ নভেম্বর) জন্ম হয় বিপাশা বসুর একমাত্র কন্যা দেবীর। কন্যার জন্মে আনন্দে আত্মহারা ছিলেন অভিনেত্রী। কন্যার আদর করে নাম দিয়েছেন দেবী–একাধারে সহজ এবং শক্তিশালী এক নাম। তিন মাস যেতে না-যেতেই জানা যায়, দেবীর হৃদযন্ত্রে ছিদ্র রয়েছে। ওইটুকু ফুলের মতো মেয়েটার এমন অবস্থা দেখে আঁতকে ওঠারই কথা। একরত্তি দেবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল সেই সময়। লাইভে সে কন্যার অসুস্থতার কথা বলতে-বলতে কেঁদে ফেলেছিলেন বিপাশা।

View this post on Instagram

A post shared by Bipasha Basu (@bipashabasu)

এখন অনেক ভাল আছে দেবী। হাসছে, ফেলছে মায়ের কোলে। মেয়েকে নিয়েই সময় কেটে যাচ্ছে বিপাশার। দেবীর এক বছরের জন্মদিনে আবেগমিশ্রিত পোস্ট করেছেন বিপাশা। অভিনেত্রী তাঁর পোস্টে লিখেছেন, “মায়ের গর্ভে ৯ মাসের ম্যাজিক। তারপরই এক বছরে পা দিল আমার ছোট্ট দেবী। এটাই আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সময়। আমাদের ছোট্ট ঠাকুর দেবীকে নিয়ে অনেক অ্যাডভেঞ্চার বাকি আছে। একই দিনে দেবীর জন্মদিন এবং দীপাবলি পড়েছে। ও মায়ের মিষ্টি। আমাদের মা লক্ষ্মী।”

View this post on Instagram

A post shared by Bipasha Basu (@bipashabasu)

তারপর সক্কলকে ‘শুভ দীপাবলি’ জানিয়েছেন বিপাশা। এই সময় মুম্বইয়ে নয়, ভারতেও নয়। বিপাশা-করণ-দেবী উড়ে গিয়েছেন মালদ্বীপে। সেখানেই কন্যার এক বছরের জন্মদিন কাটাচ্ছেন তিনজনে।