Bipasha Basu Pregnancy: ‘দুর্গা দুর্গা’ লিখেই সুখবর দিলেন বিপাশা, বিয়ের ছ’বছর পর মা হচ্ছেন বাঙালি মেয়ে
Bipasha Basu: জল্পনাই সত্যি হল। মা হচ্ছেন বিপাশা বসু। মঙ্গলবার সেই খবর নিজেই ঘোষণা করলেন ইনস্টাগ্রাম মারফৎ।
জল্পনাই সত্যি হল। মা হচ্ছেন বিপাশা বসু। মঙ্গলবার সেই খবর নিজেই ঘোষণা করলেন ইনস্টাগ্রাম মারফৎ। এখানেই শেষ নয়, একই সঙ্গে শেয়ার করলেন বেবিবাম্পের ছবিও। সঙ্গে লিখলেন মিষ্টি কিছু কথা। খুশির দিনে মা দুর্গাকেও স্মরণ করতেও ভুল হল না তাঁর। ‘বয়ফ্রেন্ড শার্ট’-এ নিজেকে মুড়ে ছবি শেয়ার করেছেন বলিউডের বিপস। যে দুটি ছবি শেয়ার করেছেন সেই ছবি দুটিও বেজায় আদুরে। স্বামী করণ সিং গ্রোভার চুমু খাচ্ছেন তাঁর বেবিবাম্পে। বিপাশার চোখ বন্ধ। নতুন অতিথিকে স্বাগত জানাতে আর তর সইছে না তাঁর।
বিপাশা লিখেছেন, “একটা নতুন সময়, একটা নতুন পর্ব, নতুন আলো আমাদের জীবনের সঙ্গে যুক্ত হল। আমরা যেমন ছিল তার থেকে কিছুটা হলেও আলাদা। স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম আমরা। তারপর আমাদের দেখা হল। সেখান থেকে এক থেকে দুই হলাম আমরা। কিন্তু দুজনের জন্য এত ভালবাসা বোধহয় ঠিক হচ্ছিল না। সেই কারণেই আমরা তিন হওয়ার সিদ্ধান্ত নিলাম। খুব শীঘ্রই আমাদের সন্তান আসছে আমাদের জীবনকে আরও কিছুটা আলোকিত করতে। সবাইকে ধন্যবাদ আমাদের জীবনকে এত সুন্দর বানানোর জন্য, দুর্গা দুর্গা”। বিপাশা ছবি শেয়ার করতেই ছড়িয়ে পড়েছে শুভেচ্ছা বার্তা। হবু মা-কে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের বন্ধুরাও।
২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির সেটে দেখা হয় বিপাশা ও করণের। প্রথম দেখাতেই মোটেও তাঁদের প্রেম হয়নি। করণ এর আগে দু’বার বিবাহিত ছিলেন। দু’বারই তাঁর প্রেম টেঁকেনি। অন্যদিকে বিপাশার জীবনেও তখন উথালপাথাল। জনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গিয়েছে তাঁর। সেটেই শুরু করণ ও বিপাশার বন্ধুত্ব। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। করণের অনেক আগেই বিপাশা শুরু করেছিলেন তাঁর কেরিয়ার। অন্যদিকে করণ মূলত ছিলেন টিভি অভিনেতা।তাঁরা বিয়ে করেন ২০১৬ সালের ৩০ এপ্রিল। সেই বিয়েতে দেখা গিয়েছিল তারার মেলা। সলমন খান থেকে শুরু করে, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন– কে ছিলেন না সেখানে! নিন্দুকেরা নাক কুঁচকেছিলেন। অনেকেই ধারণা করেছিলেন বিয়ে ভেঙে যাবে বছর খানেকের মধ্যেই। কিন্তু, না ভাঙার বদলে যত দিন গিয়েছে তত মজবুত হয়েছে তাঁদের সম্পর্ক। এই বছরই বিবাহিত জীবনের ছ’বছর পার করেছেন তাঁরা। এর মধ্যেই আসতে চলেছে নতুন অতিথি। বসু-গ্রোভার পরিবারে এখন শুধুই আনন্দের আমেজ।
View this post on Instagram