Taapsee Pannu: প্রথম দিনের শুটিং ‘আউটসাইডার’দের! সেলফি তুলে পোস্ট তাপসী-গুলশনের

বলিউডে দশ বছর কাটিয়ে ফেলেছেন তাপসী। অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বারবার।

Taapsee Pannu: প্রথম দিনের শুটিং আউটসাইডারদের! সেলফি তুলে পোস্ট তাপসী-গুলশনের
তাপসী-গুলশন।

| Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 18, 2021 | 3:43 PM

নৈনিতালে তাঁদের নতুন ফিল্ম ‘ব্লার’-এর শুটিং শুরু করলেন তাপসী পান্নু এবং গুলশান দেভিয়াহ। রোববার, তাপসীর প্রযোজনার সংস্থার প্রথম ছবির প্রথম দিনের শুটিংয়ের নিজেদের ছবি শেয়ার করে নেন অভিনেতা-অভিনেত্রী। তাপসী পান্নু যেখানে অভিনয়ের ছবি পোস্ট করেন, সেখানেয গুলশন, নিজের এবং তাপসীর সেলফি পোস্ট করে লেখেন, ’মিস্টার অ্যান্ড মিসেস ব্লার।’

ছবিতে, তাপসী পরে আছেন একটি ব্ল্যাক টপ, ম্যাচিং ট্রাউজার এবং মাল্টিকালার বড় জ্যাকেট। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘শুভ আরম্ভ! আসুন গায়ত্রী করি!’ ‘ব্লার’ ছবিটি হল তাপসী পান্নুর সম্প্রতি চালু হওয়া প্রোডাকশন হাউজ ‘আউটসাইডার ফিল্মস’-এর প্রথম প্রোজেক্ট।

বলিউডে দশ বছর কাটিয়ে ফেলেছেন তাপসী। অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বারবার। এরপরই সিদ্ধান্ত নিলেন নিজের প্রযোজনা সংস্থা খুলছেন। নামটিও বেশ অর্থবহ, ‘আউটসাইডার ফিল্মস’। গত বছর সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পর এই আউটসাইডার-ইনসাইডার বিতর্ক ঘিরেই উত্তপ্ত হয়েছিল বলিপাড়ার অন্দর।

অভিনেতা তাপসীর প্রযোজক হওয়ার ইচ্ছে হল কেন? আর যদি ইচ্ছেই হল এমন একটা নাম বেছে নিলেন কেন? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাপসী বলেন, “হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নিই নি। অনেক দিন ধরেই অনেকে বলছিলেন আমার প্রযোজনায় আসা উচিত। যে মুহূর্তে মানসিক ভাবে তৈরি হলাম সেই মুহূর্তেই এই সিদ্ধান্ত নিলাম।” এই কাজে পেয়েছেন বন্ধু প্রাঞ্জলকে। তাঁর পার্টনার তিনি। তাঁর কথায়, “নিজের অভিনয়ের উপর ফোকাস করতে পারব। কারণ প্রাঞ্জল বাকিটা সামলে নেবে।” অনেক ক্ষেত্রেই দেখা যায় অভিনেতারা প্রযোজনা সংস্থা খোলেন,

 

 

যে ছবি প্রযোজনা করেন সেই ছবিতেও অভিনয় করেন নিজে। যদিও তাপসী জানাচ্ছেন, তাঁর এখনও এমন অবস্থা আসেনি যে, নিজে অভিনয় করবেন বলে প্রযোজনা সংস্থা খুললেন। প্রযোজনা সংস্থা খোলার পিছনে অন্য এক কারণ দেখিয়েছেন এই বলি অভিনেত্রী। তাঁর কথায়, “বলিউডে নিজের প্রতিষ্ঠিত করতে আমার বছরের পর বছর লেগে গিয়েছে। যারা ইন্ডাস্ট্রির বাইরে অর্থাৎ আউটসাইডার তাঁরা যাতে বলিপাড়ায় নিজেদের জায়গা করে নিতে পারে সহজেই তাঁদের জন্য আমার এই প্রযোজনা সংস্থা। আমার মতো অবস্থা যাতে তাঁদের না হয়। এই প্রযোজনা সংস্থা তাঁদের খুব তাড়াতাড়ি কাজ পেতে পাশে দাঁড়াবে। ভাল গল্প এবং সুযোগ দেওয়াই এই সংস্থার মুখ্য কাজ হতে উঠবে।”

আরও পড়ুন ১৯৬৯ সালে তোলা ছবি, মাথায় পাগড়ি, গলায় হার! দেখ চিনতে পারবেন না বলিউড সুপারস্টারকে?