অক্ষয় কুমার (Akshay Kumar)এখন যুক্তরাজ্যে। তাঁর নতুন ছবি ‘টিনু দেশাই’-এর শুটিং করছেন। সেখানেই তিনি সুখবরটি পেয়েছেন। কী সেই খবর? আয়কর দপ্তর থেকে বিশেষ ‘সম্মান পত্র’ দেওয়া হচ্ছে অক্ষয় কুমারকে। কারণ তিনি আবারও সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সর্বোচ্চ করদাতা হিসাবে নিজের নাম লিখিয়েছেন আয়কর দপ্তরে। আর সেই জন্যই ‘খিলাড়ি’ তারকা আয়কর বিভাগ থেকে ‘সম্মানপত্র’ পেয়েছেন। যেহেতু তিনি এখন শুটিং করতে বিদেশে ব্যস্ত, তাই তাঁর পক্ষে এই সম্মান নিতে আসা সম্ভব নয়। তাই তাঁর পরিবর্তে এই সম্মান নিচ্ছে তাঁর দল। সূত্রের খবর বলছে যে, যদিও সুপারস্টার ক্রমাগত গত পাঁচ বছর ধরে ভারতের সর্বোচ্চ করদাতাদের মধ্যে থাকায় এটি তাঁর এবং তাঁর ভক্তদের জন্য অবাক হওয়ার মতো কিছু নয়।
তিনি যে পরিমাণ অর্থ উপার্জন করেন, ঠিক তেমনই কর দিয়ে দেশের একজন সুনাগরিকও হয়ে উঠেছেন। দেশপ্রেম বিষয়ক ছবিই শুধু করেন না তিনি, দেশের একজন আদর্শ নাগরিক হওয়াও তাঁর লক্ষ্য। এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে একগুচ্ছ ছবি। অক্ষয়কে শেষ দেখা গিয়েছিল ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে। যেখানে তাঁর বিপরীতে ডেবিউ করেন বিশ্বসুন্দরী মানুসী চিল্লার। ছবিটি মিশ্র পর্যালোচনা পেয়েছে। তবে দর্শকদের সিনেমা হলে টানতে ব্যর্থ হয়েছেন অক্ষয়। এই বছর তাঁর ‘বচ্চন পাণ্ডে’ ছবিও তেমন ব্যবসা দিতে পারেনি। তবে হাল ছাড়ার পাত্র নন খিলাড়ি। আগামী মাস থেকে একাধিক ছবি মুক্তি পাবে তাঁর। ১১ অগস্ট ‘রকসা বন্ধন’ থেকে শুরু করে, দিওয়ালিতে ‘রাম সেতু’ এবং তারপর রয়েছে ‘সেলফি’। ‘ওহ মাই গড ২’ ছবিও রয়েছে তালিকায়।
এগুলি ছাড়াও তিনি অভিনয় করছেন দক্ষিণের সুপারস্টার সুরিয়া অভিনীত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘সুরারাই পোত্রু’ র রিমেকে। এই ছবি হিন্দিতে প্রযোজনা করছেন স্বয়ং সুরিয়া। ছবিতে তিনি অভিনয়ও করতে পারেন বলেই খবর। রয়েছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ আর ‘গোর্খা’র মতো আরও কিছু ছবি। অক্ষয় প্রথমবার প্রযোজক দীনেশ ভিজনের সঙ্গে জুটি বাঁধবেন বলেও খবর পাওয়া গিয়েছে। এই জুটি ভারতীয় বিমান বাহিনীর পটভূমিতে একটি অ্যাকশন ভিত্তিক রোমাঞ্চকর ছবি তৈরি করবে।