মাতৃহারা বলিউড অভিনেতা অক্ষয় কুমার। প্রয়াত হলেন অক্ষয়ের মা অরুণা ভাটিয়া। বুধবার সকালে প্রয়াত হন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অক্ষয় নিজেই এই খবর জানিয়েছেন।
অক্ষয় ইনস্টাগ্রামে লেখেন, ‘মা আমার সব কিছু ছিল। আজ আমার যে কষ্টটা হচ্ছে সেটা একেবারে আমার ভিতরের সত্ত্বা থেকে হচ্ছে। আমার মা শ্রীমতা অরুণা ভাটিয়া আজ সকালে শান্তিতে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। অন্য পৃথিবীতে আমার বাবার সঙ্গে আবার দেখা হয়েছে। যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি এবং আমার পরিবার যাচ্ছি সে সময় আপনারা যে প্রার্থনা করেছেন, তাকে আমি সম্মান জানাই।’
মায়ের অসুস্থতার খবর পেয়ে লন্ডন থেকে শুটিং বাতিল করে গত সোমবার সকালে মুম্বই ফেরেন অভিনেতা। ইনস্টাগ্রামে গতকাল অক্ষয় লেখেন, ‘সবাই যে ভাবে মায়ের জন্য যেভাবে খোঁজ নিয়েছেন সে জন্য ধন্যবাদ। আমার ও আমার পরিবারের জন্য এ এক কঠিন সময়। আপনাদের সবার প্রার্থনা এ সময় খুবই প্রয়োজনীয়।’ কিন্তু শেষ রক্ষা হল না। এই দুঃসময় আত্মীয় এবং ইন্ডাস্ট্রির বন্ধুদের পাশে পেয়েছেন অক্ষয়।
গত বছর লন্ডনে ‘বেল বটম’-এর শুটিংয়ের সময় মায়ের সঙ্গে সময় কাটানোর কথা সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন অক্ষয়। তিনি লেখেন, ‘জীবনে তুমি যতি বড় হও, যতই ব্যস্ত হও, কখনও ভুলে যেও না ওদেরও বয়স হচ্ছে। সুতরাং যতটা সম্ভব ওদের সঙ্গে সময় কাটাও।’ গত ১৯ অগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘বেল বটম’। বড় পর্দায় ‘বেল বটম’ মুক্তি পাবে বলে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি অক্ষয়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায়, হাফপ্যান্ট-টি’শার্ট পরা অক্ষয় আকাশে প্যান্ট ও ব্লেজার ছুড়ছেন। তারপর একলাফে উপরে উঠে বিদ্যুতের ঝলকানির সঙ্গে পরে ফেলেন সেই পোশাক। রূপ ধরের বেল বটমের। ক্যাপশনে লিখেছিলেন, “এটা ‘বেল বটম’-এর স্টাইল। বড় পর্দায় ছবি দেখতে আমি তৈরি, আর আপনি? থ্রিলে ফিরে আসুন। ‘বেল বটম’-এর সঙ্গে বড় পর্দায় ফিরে আসুন।”
প্যান্ডেমিকের সময় অক্ষয়ের এই ছবিটি বড়পর্দায় মুক্তি পেল। বড় পর্দার মালিক, কর্মী ও ডিস্ট্রিবিউটাররা আশায় ছিলেন, বহু প্রতীক্ষিত ছবির কারণে ব্যবসা ফিরলেও ফিরতে পারে। ওটিটি ও ছবি দেখার অন্যান্য মাধ্যমগুলি হলে ছবি দেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাছাড়া, দীর্ঘদিনের লকডাউনের কারণে এই নেটমাধ্যমগুলির উপর মানুষের আলাদা আসক্তি জন্মেছে। হল বিমুখ হয়ে উঠেছেন বহু দর্শক। তাঁদের হলমুখী করার জন্য বড় তারকা, বড় বাজেটের ছবিই এখন একমাত্র ভরসা। এই পরিস্থিতিতে অনলাইনে ‘বেল বটম’-এর মতো ছবি লিক হয়ে যাওয়ায় উদ্বেগ ছড়ায় বিভিন্ন মহলে। ‘বেল বটম’-এ গুপ্তচরের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তাঁর গুপ্ত নাম বেল বটম। অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি। প্রযোজনা করেছে পুজা এন্টারটেইনমেন্ট ও আমায় এন্টারটেইনমেন্ট। অক্ষয় ছাড়াও ছবিতে রয়েছেন লারা দত্ত, বাণী কাপুর, হুমা কুরেশি। ১৯৮০-র দশকে খালিস্তানিরা বেশ কয়েকটি ভারতীয় বিমান হাইজ্যাক করে। ফ্লাইট নম্বর ৪২৩, ৪০৫ ও ৪২১। সেই ঘটনার উপর ভিত্তি করেই এই ছবি।
আরও পড়ুন, একবারে ১৫ কিলো ওজন কমিয়ে ফেললেন ভারতী সিং! কী ভাবে?