Mithilesh Chaturvedi Death: হার্ট অ্যাটাকের পর লড়াইয়ে হেরে গেলেন, প্রয়াত অভিনেতা মিথিলেশ

Actor's Death: কেবল সিনেমা নয়, থিয়েটার, ওয়েব সিরিজ় এবং সিরিয়ালেও অভিনয় করেছিলেন মিথিলেশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

Mithilesh Chaturvedi Death: হার্ট অ্যাটাকের পর লড়াইয়ে হেরে গেলেন, প্রয়াত অভিনেতা মিথিলেশ
মিথিলেশ চতুর্বেদী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2022 | 2:26 PM

বেশ কয়েকদিন আগে হার্ট অ্যাটাক হয়েছিল অভিনেতা মিথিলেশ চতুর্বেদীর। ‘কই মিল গয়া’, ‘সত্যা’র মতো ছবিতে অভিনয় করেছিলেন মিথিলেশ। বৃহস্পতিবার তাঁর জামাই আশিস ফেসবুক পোস্ট মারফত জানিয়েছেন, মৃত্যু ঘটেছে মিথিলেশের। অভিনেতার বেশ কিছু ছবি শেয়ার করে আশিস লিখেছেন, “পৃথিবীর সবচেয়ে ভাল বাবা ছিলেন আপনি। জামাই নয়, আপনি আমাকে নিজের ছেলের মতো ভালবাসা দিয়েছেন। আপনার আত্মার শান্তি কামনা করি।” মৃত্যুকালে মিথিলেশের বয়স হয়েছিল ৬৭ বছর।

কেবল সিনেমা নয়, থিয়েটারেও অভিনয় করতেন মিথিলেশ। দর্পন থিয়েটার গ্রুপে অভিনয় করতেন তিনি। তাঁর বিষয়ে সিনিয়র থিয়েটার অভিনেতা অনিল রস্তোগি বলেছেন, “হার্ট অ্যাটাকের পর কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন মিথিলেশ।” পরিচালক হনসল মেহতা দুঃখ প্রকাশ করেছেন।

বিনোদন দুনিয়ার পরিচিত মুখ ছিলেন মিথিলেশ। ‘গদর: এক প্রেম কথা’, ‘অশোকা’, ‘রেডি’, ‘মোহাল্লা আস্সি’র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। হনসল মেহতা পরিচালিত ‘স্ক্যাম ১৯৯২’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছিলেন।

১৯৯৭ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন মিথিলেশ। ‘তাল’, ‘ফিজ়া’, ‘কৃষ্ণা’, ‘বান্টি অউর বাবলি’তে অভিনয় করেছিলেন তিনি। টেলিভিশনের পর্দাতেও তাঁকে দেখেছেন দর্শক। ‘কায়ামত’, ‘সিন্দুর তেরে নাম কা’ সিরিয়ালে অভিনয় করেছিলেন মিথিলেশ।

অভিনেতার মৃত্যুতে তাঁর অনুরাগীরাও শোকাহত। এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “হার্টের সমস্যার কারণে মৃত্যু হল মিথিলেশের। তাঁর আত্মার শান্তি কামনা করি। দুঃখের খবর।” অভিনেতার কোনও নির্দিষ্ট মাধ্যম থাকে না। যে কোনও মাধ্যমেই অভিনয় করতে আগ্রহী হন তাঁরা।  ইউটিউবার ভুবন বামের ‘তাজ়া খবর’-এরও অংশ ছিলেন মিথিলেশ।