AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Controversy: অক্ষয়ের সাফল্যে কি সত্যি অস্বস্তি হতো? ‘আমার লক্ষ্যই হয়তো স্থির ছিল না’, কোন স্টারের স্বীকারোক্তি

Suneil Shetty: কার ঝুলিতে কটা ছবি, কে কত টাকার প্রস্তাব পাচ্ছেন, কার কাছে ছবির সংখ্যা বেশি প্রভৃতি। এহেন নানা প্রশ্নের নিরিখে বারে বারে স্টারদের তুল্যমূল্য বিচার হয়ে থাকে।

Bollywood Controversy: অক্ষয়ের সাফল্যে কি সত্যি অস্বস্তি হতো? 'আমার লক্ষ্যই হয়তো স্থির ছিল না', কোন স্টারের স্বীকারোক্তি
এই খবর সামনে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় ভক্তদের এক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। স্পষ্টই তাঁরা মন্তব্য করেন অক্ষয় কুমারকে ছাড়া এই ছবি দর্শকেরা গ্রহণ করবেন না। ফলে কার্তিককে নিয়ে শুরু হয়ে যায় কড়া সমালোচনা।
| Edited By: | Updated on: Dec 03, 2022 | 9:00 AM
Share

বলিউড বা সিনে দুনিয়ায় নয়, যে কোনও ক্ষেত্রেই প্রতিযোগিতা বর্তমান তবে সিনে দুনিয়ার ক্ষেত্রে বিষয়টা সর্বোজন চর্চিত, তাই সবটাই আলোচনার কেন্দ্রে জায়গা করে নেয়। কার ঝুলিতে কটা ছবি, কে কত টাকার প্রস্তাব পাচ্ছেন, কার কাছে ছবির সংখ্যা বেশি প্রভৃতি। এহেন নানা প্রশ্নের নিরিখে বারে বারে স্টারদের তুল্যমূল্য বিচার হয়ে থাকে। দর্শক দরবারে বারে বারে সমালোচনা হয় এই মন্তব্যগুলোকে ঘিরে (Bollywood Controversy)। কোন স্টারের প্রতিযোগী কে?  কোন স্টারের থেকে কে বেশি আয় করছেন? দর্শক কাকে বেশি পর্দায় দেখতে চাইছেন?  যার ফলে এই ক্ষেত্রে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশের ছবিটা মাঝে মধ্যেই ভীষণ স্পষ্ট হয়ে যায়। এক অভিনেতার সাফল্য (Bollywood Actor) অন্য অভিনেতার রাতের ঘুমও কাড়তে পারে। এমনই পরিস্থিতি কি ঘটেছিল বলিউড স্টার সুনীল শেট্টির (Suneil Shetty)?

টিনসেল টাউনে ছড়িয়ে পড়া নানা গুজবের মধ্যে এই খবরও শোনা যায় যে অক্ষয় কুমারের সাফল্যে নাকি বেজায় অস্বস্তি হতো অভিনেতা সুনীল শেট্টির। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা। স্পষ্টই জানালেন- ‘কখনই নয়, কারণ আমি চাপ নিয়ে পারি না। আমার নিজের একটা সুন্দর জগৎ রয়েছে। আমার কাছে যখন অনেক কাজ আসে আমার ভীষণ ভাল লাগে। তবে আমি নিজের মতো করে নিজে বেশ স্বস্তিতে থাকি। আমার সাফল্য? ছবি তা নিয়ে কথা বলে। আমার ব্যর্থতা? আমি তার দায় নিয়ে থাকি, ভুল বাছাই, আবেগে ভুল…।’

এখানেই শেষ নয়, বলিউড লাইফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, ‘এখানেই শেষ নয়, বলিউড লাইফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, অক্ষয় আমায় অনুপ্রাণিত করেন। অজয় দেবগণও, কেবল ছবির ক্ষেত্রেই নয়, যে কোনও সাফল্যের জন্যই লক্ষ্য স্থির রাখা প্রয়োজন। সম্ভবত আমি ততটা ফোকাস ছিলাম না, যতটা থাকা প্রয়োজন ছিল।’ স্পষ্টই জানান সুনীল শেট্টি।