ঢাই কিলোর হাতে জোর নেই তখন। পায়েও জোর নেই তেমন। রীতিমতো টলছেন। চার দিক থেকে হুশহুশ করে গাড়ি ছুটে যাচ্ছে রাতের শহর মুম্বইয়ে। একটা গাড়ি ধাক্কা মারলেই… বালাই ষাট, তেমন কিছুই ঘটেনি ঈশ্বরের কৃপায়। রাত তখন অনেক হয়েছে। ঘড়ির কাটায় ১২টা বেজেছে। সাদা শার্ট পরে ঘোলাটে চোখে মদ্যপ অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। যে মানুষটা একটা সময় সৎ মা হেমা মালিনীকে মারতে গিয়েছিলেন ছুরি দিয়ে। পরিবার অন্তঃপ্রাণ যে মানুষটা আগাগোড়া বলে এসেছেন, পঞ্জাবের জাট পরিবারে জন্মেও মদ স্পর্শ করেন না। সেই মানুষটাই কি না নিজের ‘গুড বয়’ ভাবমূর্তি জলাঞ্জলি দিয়ে, আপাদমস্তক মদে ডুবে, মুম্বইয়ের ব্য়স্ততম জুহুর রাস্তায় গভীর রাতে ঘুরে বেড়াচ্ছেন অপ্রকৃতস্থ হয়ে!
তাঁকে রাস্তায় অমন মাতাল অবস্থায় দেখে খুবই অবাক হয়েছেন পথচলতি মানুষ। চমকেছেন আরও অনেক বেশি। ভাগ্য় প্রচণ্ড ভাল ছিল সানির যে, তাঁকে টলতে-টলতে আসতে দেখেই এক অটোচালক নিজে এগিয়ে এসে ধরে তাঁর অটোর পিছনের সিটে বসিয়ে নেন। ভিডিয়োটি তুলেছেন এক ‘এক্স’ (সাবেক টুইটার) ব্যবহারকারী। এবং পোস্ট করেছেন নিজস্ব হ্যান্ডেলে। সানিকে দেখে মানুষ তো অবাক। চোখের পলকে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। অনেকে আবার নিজ চোখে বিশ্বাসই করতে চাননি সেই ব্য়ক্তি সানিই।
পাশাপাশি শুরু হয়েছে সানিকে নিয়ে বিপুল মাত্রায় ট্রোলিং। যে সানি বারংবার দাবি করেছিলেন, মদ-নামক বস্তুটি ছুঁয়েও দেখেন না তিনি, সেই সানিকে প্রকাশ্য রাস্তায় অপ্রকৃতস্থ অবস্থায় দেখে নিন্দুকের ধিক্কার ধেয়ে এসেছে ভূরি-ভূরি। তাঁর বলেছেন, “সবই ভাঁওতা। মিথ্যা কথা। নিজের ভাল মানুষ তৈরি করার কৌশল”। এদিকে অনুরাগীরা কোমর বেঁধে রুখেছেন সেই ধেয়ে আসা কটাক্ষের তীর। বলেছেন, “আমাদের সানি ভাই এমন কাজ করতেই পারেন না। তিনি একটি ছবির শুটিং করছিলেন। এত ভাল অভিনয় করেছিলেন যে, সকলে তাঁকে মদ্যপই ভেবেছেন। সানি দেওল ‘সফর’ নামের একটি ছবিতে অভিনয় করছেন এবং সেই ছবিরই শুটিংয়ের দৃশ্য সেটি।”
Haters are spreading fake news regarding this video that Sunny paji spotted drinker at juhu .@iamsunnydeol is shooting #Safar directed by shashank udrapurkar ❤️❤️❤️.#SunnyDeol #Film #New pic.twitter.com/RtPDKJH8p4
— #Gadar2 #SunnyDeol #BobbyDeol #Dharam#Animal (@LegendDeols) December 6, 2023
চলতি বছরের ১১ আগস্ট মুক্তি পায় ‘গদর টু’ ছবিটি। জনপ্রিয় ‘গদর’ ছবির সিকুয়্যেল। সিকুয়্যেলে অভিনয় করেছেন সানি। এবং ছবি ব্লকবাস্টার হিট করায় ফের একাধিক ছবির অফার পেয়েছেন তিনি। আমির খানের প্রযোজনায় তৈরি ‘১৯৪৭ লাহোর’ ছবিতে অভিনয় করছেন সানি। রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিতে তিনিই হনুমানের চরিত্রে অভিনয় করবেন।