বছরের শুরুতে ‘পাঠান’, মাঝে ‘জওয়ান’ এবং শেষে ‘ডাঙ্কি’। বছরটা শাহরুখময়। ২০১৮ সালে ‘জ়িরো’ মুক্তি পাওয়ার পর তা শূন্য ফলাফল করেছিল বক্স অফিসে। শাহরুখ খানের ছবি হিসেবে পারফরম্যান্স ছিল খুবই দুর্বল। যে কারণে ৪-৫ বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে ধামাকা করতে চলে এসেছেন কিং খান। এক বছরে তিনটে বড় বাজেটের এসআরকে ছবি মুক্তি পাচ্ছে। যা আগে ঘটেনি কখনও। অনুরাগীরা মনে করছেন, ‘পাঠান’ ছিল কিংয়ের ফিরে আসার টিজ়ার। ‘জওয়ান’ হল ট্রেলার। এবং সব শেষে ‘ডাঙ্কি’ই আসল ছবি। ‘জওয়ান’ মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর। এখনও ‘জওয়ান’ জ্বরে গোটা দেশ। তার মধ্যেই জানা গেল বছর শেষে, বড়দিন এবং নতুন বছরের সময়ে, অর্থাৎ ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘ডাঙ্কি’। তাতে নাকি ঐতিহাসিক বিষয়ও ঘটে যাবে। দাবি করেছেন ছবির নায়িকা তাপসী পান্নু।
করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে বৃদ্ধ ঠাকুরদার চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। ‘ডাঙ্কি’তেও আছেন এই বর্ষীয়ান কিংবদন্তি। এবং তাঁর সঙ্গেই নাকি শাহরুখের এমন একটি দৃশ্য আছে, যা ইতিহাস তৈরি করে ফেলতে পারে। তাপসীর এমন অনুমান শাহরুখ ভক্তদের মনে তোলপাড় ঝড় তুলে দিয়েছে। নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছে ছবির প্রতি কৌতূহল।
রাজকুমার হিরানী ‘ডাঙ্কি’ ছবির পরিচালক। এটিই শাহরুখ খান এবং রাজকুমার হিরানীর একসঙ্গে তৈরি করা ছবি। রাজকুমার হিরানীর ছবি মানেই সামাজিকবার্তা এবং হাসি। এই ছবিতেও যে এর বিকল্প হবে না, তা আগে থেকেই বোঝা যাচ্ছে। ‘ডঙ্কি ফ্লাইট’ বিষয়কে কেন্দ্র করে এই ছবির চিত্রনাট্য। বিদেশের মাটিতে পাকাপাকিভাবে বসবাস করার জন্য অনেকগুলি দেশ ঘুরে কিছু মানুষ থাকার ব্যবস্থা করেন। সেই পদ্ধতি সম্পূর্ণ বেআইনি। মার্কিন মুলুক এবং কানাডায় থাকার জন্য প্রায়সই এই পথ বেছে নেন তরুণ-তরুণীরা। সে রকমই কিছু দেখা যাবে ‘ডাঙ্কি’তে।