Breaking News: অমিতাভ-ধর্মেন্দ্রর বাংলোয় বোমাতঙ্ক, মুহূর্তে তৎপর মুম্বই পুলিশ
Mumbai Police: অমিতাভকে সতর্ক করার পাশাপাশি বেশ বড় বাহিনি নিয়ে পুলিশ সেখানে পৌঁছে যায়। চলতে থাকে তল্লাশি।
বোমের ভয়ে তড়িঘড়ি মাঠে নামল মুম্বই পুলিশ। মঙ্গলবারই মেলে এক অজ্ঞাত ব্যক্তির ফোন। পুলিশ স্চেশনে ফোন করে তিনি জানান, অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর বাড়ির সামনে বোম রাখা হয়েছে। নগরপুর পুলিশ কন্ট্রোল রুমে ফোন যেতেই তড়িঘড়ি তদন্তে নেমে পড়ে পুলিশ। ইটাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ফোন পাওয়া মাত্রই পুলিশ তড়িঘড়ি ধর্মেন্দ্র ও অমিতাভ বচ্চনের বাড়ির উদ্দেশে রওনা দেন। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর যদিও তেমন কিছু সন্দেহ জনক বিষয় চোখে আসেনি পুলিশের।
তবে ফোন পাওয়া মাত্রই দুই অভিনেতারে সতর্ক করে দেওয়া হয়। অমিতাভ বচ্চনের মোট পাঁচটি সম্পত্তি বা বাংলো রয়েছে গোটা মুম্বই শহরে। অন্যদিকে, ধর্মেন্দ্র মাত্র একটি বাংলো রয়েছে জুহুতে। অতীতেও এমন ঘটনা ঘটতে দেখা যায় মুম্বইতে। যেখানে অমিতাভ বচ্চনের বাড়ির সামনে পরে থাকা এক ব্যগ ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছিল। এবারও ফোন পাওয়া মাত্রই তাই পুলিশ তড়িঘড়ি মাঠে নামে। বর্তমানে জলসা-তে পরিবার নিয়ে থাকেন অমিতাভ বচ্চন।
অমিতাভকে সতর্ক করার পাশাপাশি বেশ বড় বাহিনি নিয়ে পুলিশ সেখানে পৌঁছে যায়। চলতে থাকে তল্লাশি। তবে দীর্ঘক্ষণ খোঁজার পরও পুলিশের হাতে তেমন কিছু আসেনি। যদিও সকলকেই সতর্ক করে দেওয়া হয়েছে। কোনও রকমের অস্বাভাবিক কিছু চোখে পড়লেই তাঁরা সেই বিষয় নজর রাখতে জানিয়েছেন।
দুই স্টারের বাংলোতে থাকা সিকিউরিটিকেও এই মর্মে সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বাংলোর সামনে থাকা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে বলেই খবর। তবে আপাতত তেমন কিছু মেলেনি বলেই খবর।