Rohit Shetty: ‘পুলিশের হিরোগিরি’, অপমান বিচারপতিকে! ‘সিংহম’ নিয়ে ক্ষোভ প্রকাশ বম্বে আদালতের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 23, 2023 | 8:19 PM

Rohit Shetty: দিন কয়েক আগেই পুজো-আচ্চা করে ঢাক ঢোল পিটিয়ে আগামী ছবি 'সিংহম এগেন'-এর ঘোষণা করেছিলেন রোহিত শেট্টি। এরই মধ্যে এক অনুষ্ঠানে এসে ওই ফ্র্যাঞ্চাইজি নিয়ে ক্ষোভ প্রকাশ বম্বে আদালতের বিচারপতি গৌতম পটেলের।

Rohit Shetty: পুলিশের হিরোগিরি, অপমান বিচারপতিকে! সিংহম নিয়ে ক্ষোভ প্রকাশ বম্বে আদালতের

Follow Us

দিন কয়েক আগেই পুজো-আচ্চা করে ঢাক ঢোল পিটিয়ে আগামী ছবি ‘সিংহম এগেন’-এর ঘোষণা করেছিলেন রোহিত শেট্টি। এরই মধ্যে এক অনুষ্ঠানে এসে ওই ফ্র্যাঞ্চাইজি নিয়ে ক্ষোভ প্রকাশ বম্বে আদালতের বিচারপতি গৌতম পটেলের। তাঁর মতে, ওই ধরনের ছবিতে প্রতিটি আইনজীবীকে লাজুক-ভীরু হিসেবে দেখানো হয়, বিচারের দণ্ড তুলে নেন পুলিশই। তাঁর দাবি, এর ফলে মানুষের মনে আস্থা চলে যাচ্ছে ভারতীয় আইনব্যবস্থার উপর। ওই ফ্র্যাঞ্চাইজির প্রায় সব ছবিকেই ‘ভয়ানক’ আখ্যা দিলেন ওই আইনজীবী। তিনি আরও জানান, ওই ধরনের প্রায় সব ছবিতেই বিচারপতি ও আইনজীবীদের কাঠগড়ায় দাঁড় করান পুলিশ অফিসাররা। দেখানো হয়, বিনা বিচারে অপরাধীদের ছেড়ে দিচ্ছেন আইনজীবী। উদাহরণ স্বরূপ তিনি তুলে ধরেন, সিংহম ছবির কথাও। তাঁর প্রশ্ন, এরকমটা চলতে থাকলে তো, মানুষের মনেও এর বিরূপ প্রভাব পড়বে? আইন-আদালতের উপর ভরসাই উঠে যাবে।

‘সিংহম’, ‘সিংহম রিটার্নস’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’– রোহিতের এই সব কয়টি ছবিই সুপারহিট। বলিউডে তিনিই প্রথম কম ইউনিভার্স গড়ে তুলেছেন। এবার সেই ছবিগুলি নিয়েই এমন প্রশ্ন তুলে দেন বম্বে আদালতের আইনজীবী! রোহিত যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

Next Article