অভিনেতা অজয় দেবগন গতকয়েক বছরের বেশ কয়েকটি সম্পত্তি কিনে ফেললেন। কোভিডের পরে সামনে এসেছিল, একটি অ্যাপার্টমেন্টও কেনেন অজয় দেবগন। এখানেই শেষ নয়, কারজও একটি ফ্লাটও কিনেছিলেন। এবার পালা, নতুন অফিসের। বলিউডে চুটিয়ে কাজ করছেন অজয় দেবগন। একমাত্র তিনিই রয়েছেন, যাঁর একের পর এক ছবি কেবলই হিট তালিকায় নাম লেখাচ্ছে। হাজার কোটি না ছুঁলে ও মোটের ওপর ছবি আয় দিচ্ছে ভালই। অন্ততপক্ষে ক্ষতির মুখ দেখতে হয়নি প্রযোজনা সংস্থাকে। তাই অজয় দেবগন মানে এখন বলিউডের কাছে লক্ষী লাভের অস্ত্র। যার ফলে একাধিক ছবি স্ক্রিপ্ট পৌঁছে যাচ্ছে এই অভিনেতার কাছে।
অধিকাংশ পরিচালক প্রযোজকই চাইছেন অজয় দেবগনের সঙ্গে ছবি করতে। একের পর এক ছবি স্বাক্ষরও করছেন তিনি। তবে এবার আর বাড়িতে নয়। মেয়ে বড় হয়েছে, তাঁর কেরিয়ার রয়েছে, কাজল রয়েছেন, সকলের কথা ভেবে এবার নিজের একটি অফিস তৈরি করার পরিকল্পনা করলেন অজয় দেবগন। তবে যে সে অফিস নয়, এই অফিসের জায়গা কিনতে অজয় দেবগনের খরচ পড়েছে মোট ৪৫ কোটি টাকা। এবার থেকে এই অফিসেই ছবি সম্পর্কিত যাবতীয় কাজ করবেন তিনি। কেবল তিনিই নন কাজল, ভবিষ্যতে মেয়ে নাইসা এই অফিসেই কর্মজগতের কাজ সামলাবেন বলেই বলিউড সূত্রে খবর।
যদিও অজয় দেবগনের নিজস্ব কোনও ব্যানার নেই। নিজের প্রযোজনা সংস্থা খোলার কোনও পরিকল্পনা আছে কি না, সে প্রসঙ্গে কোনও মন্তব্য এখনও করেননি তিনি। তবে পরিচালনা করার ইচ্ছে প্রকাশ করেছেন একাধিকবার। এমনকি বর্তমানে সেটেও পরিচালকদের নানান উপদেশ দিয়ে থাকেন তিনি। অনেক ক্ষেত্রে নাম প্রকাশে না আসলেও প্রায় পরিচালকের ভূমিকাতেই কাজ করেন ছবিতে। তাই এবার নিজের কোনও বড় প্রজেক্ট বা বড় পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন কিনা সিংগাম সে প্রশ্নের উত্তর খুঁজে ভক্তরা। যদিও এ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা।